‘আগে মানুষের জীবন, নির্বাচন পরেও করা যেতে পারে’, কমিশনকে চিঠি অধীর রঞ্জন চৌধুরীর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সরগরম বঙ্গ রাজনীতি। একদিকে চলছে নির্বাচনী মরশুম, আর অন্যদিকে করোনা সংক্রমণ। দিনে দিনে রেকর্ড ভাঙ্গছে আক্রান্তের সংখ্যা। জারি হয়েছে একাধিক করোনা সতর্কীকরণ। নির্বাচনী প্রচারেও জারি হয়েছে একাধিক নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কাছে নির্বাচন বন্ধ রাখার আর্জি জানাল কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।

বাংলায় বাড়তে থাকা করোনা সংক্রমণ দেখে আগেই নির্বাচনী প্রচার, জনসভা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বামেদের দল। তারপর সেই একি পথে হেঁটেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও। রবিবার রাত ১১ টা বেজে ৫৭ মিনিটে নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে ডেরেক ও ব্রায়েন ট্যুইট করে জানান, ‘করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতায় এখন আর নির্বাচনী সভা না করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা ব্যানার্জি। শুধুমাত্র ২৬ শে এপ্রিল একটি প্রতীকী বৈঠক করবেন তিনি। তবে প্রচারের জন্য সব জেলায় শুধুমাত্র ৩০ মিনিটের সময়সীমা দেওয়া হয়েছে’।

https://www.facebook.com/chowdhury.adhir/photos/a.1525271511050627/3020661408178289/

এবার সেই একই কথা বলল কংগ্রেস। সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী চিঠি দিলেন নির্বাচন কমিশনকে। চিঠিতে লিখলেন, ‘এই করোনা মহামারীর কালে নির্বাচন বন্ধ রাখার অনুরোধ করছি নির্বাচন কমিশনের কাছে। আগে মানুষের জীবন, তারপর অন্য সব। নির্বাচন পরেও করা যেতে পারে, মানুষকে বাঁচাতে হবে’।

X