সড়ক পথে মুর্শিদাবাদের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করার দাবি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি অধীরের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ এক আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (narendra modi) চিঠি দিলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। মুর্শিদাবাদ (Murshidabad) ও বাংলাদেশের (Bangladesh) মধ্যে যোগাযোগের মেলবন্ধন ঘটানোর প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিলেন অধীর চৌধুরী।

চিঠিতে, সড়কপথে মুর্শিদাবাদ ও বাংলাদেশের মধ্যে যোগাযোগ স্থাপন করার আর্জি জানালেন অধীর চৌধুরী। পদ্মা নদীর একপাশে মুর্শিদাবাদ এবং অন্যপাশে বাংলাদেশের রাজশাহীকে এবার একসূত্রে বাঁধার প্রস্তাব দিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। সেইসঙ্গে জলঙ্গি এবং রাজশাহীতে স্থলবন্দর তৈরির অনুরোধও জানালেন তিনি।

Adhir Ranjan Chowdhury

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে অধীর চৌধুরী লেখেন, ‘মুর্শিদাবাদ ও বাংলাদেশ রাজশাহীর প্রচুর আত্মীয়রা দুদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। কিন্তু মুর্শিদাবাদ থেকে বাংলাদেশের রাজশাহীতে যাওয়ার সরাসরি কোন সড়ক পথ নেই। যার ফলে কোন ব্যক্তির মালদহ ও ২৪ পরগণা হয়ে বাংলাদেশ সীমান্তে চেকপোস্টে পৌঁছতে প্রায় ১০ ঘণ্টা সময়ে লেগে যায়। তবে পদ্মানদীর উপর দিয়ে সড়ক পথ তৈরি হলে, অনেক কম সময়ে বাংলাদেশে যেতে পারবে ভারতের মানুষ’।

তিনি চিঠিতে একেবারে শেষে জলঙ্গির কুকমারি ও রাজশাহীর চারঘাটে দুটি স্থলবন্দর তৈরির প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রীকে। তবে চিঠিতে আরও লিখেছেন, ‘জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, মাস্টারদা সূর্য সেনের মতো আরও অনেকে মনীষীরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন। জলঙ্গিতে আউটপোস্ট তৈরি হলে, সীমান্ত এলাকায় বাণিজ্যের ফলে অনেক মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবেন। যার ফলে দুই দেশই অনেকটাই লাভবান হবেন। পাশাপাশি সীমান্তে চোরাচালানও অনেকটা কমবে বলে আশা করা যায়’।

X