ট্রাম্প ভগবান নাকি, তাহলে ওনাকে স্বাগত জানাতে ৭০ লক্ষ মানুষ কেন! প্রশ্ন কংগ্রেস নেতা অধীর চৌধুরীর

বাংলা হান্ট ডেস্কঃ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ভারত (India) সফরে আসছেন। আর তাঁর আগেই কংগ্রেস (Congress) বড় প্রশ্ন খাড়া করে দিলো। কংগ্রেসের নেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, ট্রাম্প নিজের স্বার্থে ভারতে আসছেন। ট্রাম্প ভারতের স্বার্থ দেখবে না। ৭০ লক্ষ মানুষ দিয়ে ট্রাম্পকে স্বাগত জানানর কথা জিজ্ঞাসা করলে অধীর বলেন, ট্রাম্প ভগবান নাকি? আমাদের কাছে উনি শুধু আমেরিকার রাষ্ট্রপতি। তাহলে ৭০ লক্ষ মানুষকে ওনার স্বাগত জানানর জন্য ডাকার কি দরকার?

উল্লেখ্য, ভারত সফরের আগে আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূয়সী প্রশংসা করেন। উনি বলেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুবই পছন্দ করি। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, বিমান বন্দর থেকে স্টেডিয়াম পর্যন্ত ৭০ লক্ষা মানুষ আমাকে স্বাগত জানানর জন্য উপস্থিত থাকবেন। গুজরাটে বিশ্বের সবথেকে বড় স্টেডিয়াম তৈরি হচ্ছে। এটা অনেক রোমহর্ষক ব্যাপার আমার কাছে।

সংবাদ সংস্থা এএনআই এর সাথে কথা বলার সময় কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, আমেরিকার বাজারে আমাদের যেতে দিতে চাননা তিনি, আর এই কারণে আমেরিকা আমাদের সাথে বাণিজ্যিক চুক্তি করবে না জানিয়ে দিয়েছে। আর এই কারণেই উনি ঘোষণা করেছেন যে, ভারত উন্নত হয়ে গেছে।

উনি বলেন, আমেরিকার কথা হল, আমিও রাজা তুমিও রাজা তাহলে আমাদের থেকে কেন চাইছ? ট্রাম্পের চেষ্টা হল আমেরিকা ভারতে বেশি করে সামগ্রী বিক্রি করবে। সামনেই নির্বাচন, মোদীজিকে সামনে রেখে ট্রাম্প আমেরিকায় থাকা ভারতীয় সম্প্রদায়ের ভোট ছিনিয়ে নিতে চাইছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর