আদিল এখন অতীত! হিজাব খুলে এবার নয়া রূপে ধরা দিলেন রাখি

Published On:

বাংলা হান্ট ডেস্ক : বলিউড (Bollywood) জগতের জনপ্রিয় অভিনেত্রী রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। মূলত ড্রামা কুইন হিসেবেই পরিচিত তিনি। বিগত কয়েকদিন ধরেই তিনি রয়েছেন খবরের শিরোনামে। আদিল খানের সঙ্গে বিবাহের পরই শুরু হয়েছে তাঁর দাম্পত্য কলহ। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এসে মাঝে মধ্যেই কেঁদে ভাসিয়েছেন অভিনেত্রী।

স্বামী আদিল খান দুরানির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তিনি দাবি করেছিলেন তাঁকে বিয়ের আগে নাকি অনেক কথাই গোপন করেছেন আদিল। গোপন রেখেছেন পেশা। এমনকি আদিল খানের অন্য নারীর সঙ্গে সম্পর্ক আছে বলেও অভিযোগ তুলেছিলেন রাখি সাওয়ান্ত। তবে এবার এই সব কিছুকে পেছনে ফেলে নতুনভাবে ভক্তদের সামনে আসতে চলেছেন রাখি সাওয়ান্ত।

rakhi sawant

চোখের জল মুছে তিনি ফিরলেন কাজে। জানা যাচ্ছে, সম্প্রতি দুবাইতে তিনি খুলতে চলেছেন অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র। বলিউডে যারা কাজ করতে চান তাদের প্রশিক্ষণ দেওয়া হবে রাখি সাওয়ান্তের এই ট্রেনিং সেন্টার থেকে। সম্প্রতি এ বিষয়ে মুখ খুললেন রাখি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানেই তাকে বলতে শোনা যায় এই প্রশিক্ষণ কেন্দ্রের কথা।

 

View this post on Instagram

 

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511)

রবিবার বিমানবন্দরে দেখা যায় অভিনেত্রী রাখি সাওয়ান্তকে। জানা যাচ্ছে, দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিতেই বিমানবন্দরে এসেছিলেন তিনি। স্বামী আদিলের সঙ্গে দাম্পত্য কলহ প্রকাশ্যে আসার পর থেকেই তিনি যে আর দেশে থাকতে চান না একথা বহুবার জানিয়েছেন। তাই অনেকেই মনে করছেন দেশ থেকে দূরে থাকতে চাওয়ার কারণেই এহেন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী।

Rakhi sawant

আদিল খানের সঙ্গে গোপনে বিয়ে সেরেছিলেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। বিয়ের পরই তিনি নাম বদলে ফেলেন। রাখি সাওয়ান্ত থেকে হয়ে ওঠেন ফতিমা। রাখি যে বিয়ের পর নাম পরিবর্তন করেছেন তার প্রমাণ মিলছিল বিয়ের সার্টিফিকেট দেখেই। তবে বিয়ের কিছুদিন যেতে না যেতেই শুরু হয় দাম্পত্য কলহ। স্বামী আদিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ শোনা যায় অভিনেত্রীর গলায়। তবে বর্তমানে এই সব কিছুকে পেছনে ফেলে কাজে ফিরলেন রাখি।

X