ট্রোলের মাঝেও ঢালাও ব্যবসা, ‘আদিপুরুষ’ এর জন্য কত কোটি টাকা নিলেন প্রভাস-সইফ-কৃতিরা?

বাংলাহান্ট ডেস্ক: লম্বা প্রতীক্ষার পর কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’ (Adipurush)। মহাকাব্য রামায়ণের আধুনিকীকরণ করেছে বলিউড। ফলাফল যেটা দাঁড়িয়েছে তাতে প্রশংসার তুলনায় নিন্দাই বেশি জুটছে নির্মাতাদের কপালে। বিশেষ করে ছবির বাজেটের অঙ্ক শুনেই আরো অবাক হয়ে যাচ্ছেন নেটিজেনরা।

প্রায় ৫০০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে আদিপুরুষ। অথচ ছবির ভিএফএক্স এর হাল দেখে সবার মনেই একটাই প্রশ্ন জাগছে, এত বেশি বাজেট নিয়ে এত নিম্নমানের ভিএফএক্স, চরিত্রগুলির পোশাক, সংলাপ সব মিলিয়ে এই হাল হয় কী করে? এবার প্রকাশ্যে এল আদিপুরুষ ছবিতে অভিনেতা অভিনেত্রীদের নেওয়া পারিশ্রমিকের পরিমাণ।

adipurush salary

প্রভাস– আদিপুরুষ ছবিতে শ্রী রাম ওরফে রাঘবের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির এই সুপারস্টার। সূত্রের খবর মানলে, আদিপুরুষ ছবিতে অভিনয়ের জন্য আনুমানিক ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। তিনিই প্রথম দক্ষিণী অভিনেতা যাঁকে এত টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছে।

Adipurush

কৃতি সানন– মা সীতা ওরফে জানকীর ভূমিকায় অভিনয় করেছেন কৃতি। ছবিতে তাঁর চরিত্রটি প্রয়োজনের তুলনায় কম গুরুত্ব পেলেও পারিশ্রমিক অবশ্য কম নেননি অভিনেত্রী। জানা গিয়েছে, প্রায় ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।

সইফ আলি খান– সইফ অভিনীত রাবণ চরিত্রটি নিয়ে ট্রোল, বিতর্কের অন্ত নেই। রাবণের পোশাক থেকে শুরু করে লুক, সংলাপ এমনকি পুষ্পক রথের চিত্রায়ন নিয়েও উঠেছে প্রশ্ন। তবে অনেকে সইফের অভিনয়েরও প্রশংসা করেছেন। আনুমানিক ১২ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে রাবণের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

adipurush

সানি সিং– ছবিতে লক্ষ্মণের ভূমিকায় দেখা গিয়েছে সানিকে। এর আগে ‘পেয়ার কা পঞ্চনামা’য় অভিনয় করেছিলেন তিনি। কিন্তু আদিপুরুষ ছবিতে তাঁকে বিশেষ কিছু করার সুযোগ দেওয়া হয়নি। পারিশ্রমিক হিসেবে প্রায় দেড় কোটি টাকা পকেটে ভরেছেন সানি।

দেবদত্ত নাগে– রামভক্ত হনুমানের চরিত্রে অভিনয় করে চর্চার কেন্দ্রে চলে এসেছেন তিনি। তাঁর অভিনীত হনুমানের সংলাপ নিয়ে যেমন বিতর্ক তৈরি হয়েছে তেমনি তাঁর প্রথম অভিনয় নিয়েই সবথেকে বেশি চর্চা চলছে সর্বত্র। তবে তাঁর পারিশ্রমিকের ব্যাপারে বিশেষ কিছু জানা যায়নি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর