ভারতরত্ন নিয়েও রাজনীতি করে BJP! অমিতাভ-শত্রুঘ্নকে ‘বঞ্চিত’ করা হয়েছে! আক্রমণ মমতার

বাংলা হান্ট ডেস্কঃ এদেশের যথার্থ সম্পদদের সম্মান করতে জানে না বিজেপি! এই নিয়ে অতীতেও সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লোকসভা নির্বাচনের আবহে আসানসোলের কুলটির নির্বাচনী সভায় থেকে ফের একবার এই নিয়ে সরব হলেন তিনি। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) ভারতরত্ন পাওয়ার যোগ্য হলেও, তাঁদের বঞ্চিত করা হয়েছে, দাবি করেন মুখ্যমন্ত্রী।

বর্ষীয়ান বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা এখন বঙ্গ রাজনীতির পরিচিত মুখ। আসানসোলের (Asansol) বিদায়ী সাংসদ তিনি। এবারের লোকসভা নির্বাচনেও (Lok Sabha Election 2024) তাঁকে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। আসানসোল কেন্দ্র থেকেই তাঁকে ফের দাঁড় করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। শনিবার তাঁর হয়ে কুলটিতে নির্বাচনী সভা করেন তৃণমূল নেত্রী। সেখান থেকে একাধিক ইস্যুতে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন তিনি। যার মধ্যে অন্যতম হল যোগ্যদের ভারতরত্ন (Bharat Ratna) না দেওয়া।

মমতা এদিন বলেন, ‘অমিতাভ বচ্চন এবং শত্রুঘ্ন সিনহার ভারতরত্ন পাওয়া উচিত ছিল। কিন্তু এই সরকার, এরা সেই সম্মান দেয়নি। ওনাকে (শত্রুঘ্ন) আমি বাংলায় সম্মান দিয়ে নিয়ে এসেছি’। এর আগে গত বছর অমিতাভ বচ্চনের বাড়ি গিয়েও এই নিয়ে মুখ খুলেছলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ সন্দেশখালিতে উদ্ধার হওয়া অস্ত্রভাণ্ডার কে রেখেছিল? প্রচারে বেরিয়ে জানালেন মমতা! বললেন…

গত বছর রাখি পূর্ণিমার দিন ‘বিগ বি’র বাড়ি ‘জলসা’র হাজির হয়েছিলেন মমতা। প্রবীণ অভিনেতার হাতে রাখিও বেঁধেছিলেন তৃণমূল নেত্রী। সেবারও অমিতাভের ভারতরত্ন পাওয়া নিয়ে কথা বলতে দেখা গিয়েছিল তাঁকে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, তাঁরা যদি ক্ষমতায় থাকতো তাহলে অনেক আগেই অমিতাভ বচ্চনকে ভারতরত্নে ভূষিত করতেন।

mamata banerjee

আজ কুলটির নির্বাচনী সভা থেকে ফের একবার এই নিয়ে সরব হন মমতা। ভারতরত্নের মতো সম্মান দেওয়ার ক্ষেত্রেও বিজেপি রাজনীতি করে, কার্যত এই বার্তা দিতে চান তিনি। একইসঙ্গে কেন্দ্রের শাসক দলকে আক্রমণ শানিয়ে বলেন, ‘বিজেপি সরকার হল জুমলা সরকার। এখান থেকে কর তুলে নিয়ে গেলেও আমাদের সুবিধা থেকে বঞ্চিত করা হয়। রেশন বাবদ ১২,০০০ কোটি টাকা দেয়নি কেন্দ্র। এমন মিথ্যেবাদী প্রধানমন্ত্রী আগে আগে দেখিনি। কেবলমাত্র বাংলাকে বদনাম করার চেষ্টা করেন’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর