গোটা দেশজুড়ে গত ১০ বছরে কত কিমি রেললাইন পাতা হয়েছে? অবাক করে দেবে পরিসংখ্যান

বাংলাহান্ট ডেস্ক : গোটা দেশে শেষ ১০ টি আর্থিক বছর অর্থাৎ ২০১৪-১৫ সাল থেকে ২০২৩-২৪ সাল পর্যন্ত কত কিলোমিটার রেললাইন পাতা হয়েছে জানেন?  RTI (রাইট টু ইনফরমেশন অ্যাক্ট) এর আওতায় রেলের দেওয়া পরিসংখ্যান শুনলে চমকে উঠবেন। ভারতীয় রেলের (Indian Railways) পক্ষ থেকে বলা হচ্ছে শেষ দশ বছরে গোটা দেশে পাতা হয়েছে ২৭০৫৭.৭ কি.মি রেললাইন।

বিগত কয়েক বছর ধরে রেললাইন (Indian Railway Tracks) পাতার কাজের জন্য বারবার ট্রাফিক ব্লক হচ্ছে বিভিন্ন জায়গায়। এর ফলে বেশকিছু ট্রেন যেমন বাতিল করা হচ্ছে, তেমনই সংক্ষিপ্ত করা হচ্ছে ট্রেনের যাত্রা পথ। আর এর জেরেই সমস্যার সম্মুখীন হচ্ছেন নিত্যযাত্রীরা। RTI করে এবার জানতে চাওয়া হয়েছিল গত দশ বছরে দেশ জুড়ে কত কিলোমিটার রেললাইন পাতা হয়েছে?

আরোও পড়ুন : এবার আরোও জবরদস্ত হবে NJP ট্যুর! এক্কেবারে ভোলবদল উত্তরবঙ্গ এক্সপ্রেসের, কী পরিবর্তন হচ্ছে?

রেলের পক্ষ থেকে একটি RTI -এর জবাবে বলা হয়েছে, ভারতীয় রেল প্রতিদিন গড়ে পাতছে ৭.৪১ কিলোমিটার রেল লাইন। নতুন রেললাইন থেকে শুরু করে ডবল লাইন, গগ কনভারশান ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে এর মধ্যে।  মধ্যপ্রদেশের চন্দ্রশেখর গৌর আরটিআই-এর আওতায় রেলের কাছে এই তথ্য জানতে চান।

আরোও পড়ুন: ‘কথা’র কথায় কুপোকাত জগদ্ধাত্রী! এক্কেবারে ভোলবদল TRP লিস্টের! ফার্স্ট পজিশনে আছেন কে?

তিনি বলেন,’ আমি যখন ডেটা গণনা করি, দশ বছরে ট্র্যাক স্থাপনের কাজের দৈনিক গড় কিমি প্রায় ৭.৪১ কিলোমিটার আসে।’ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি বলেছিলেন, ‘ গত বছর, রেলওয়ে ৫২০০ কিলোমিটার নতুন ট্র্যাক যোগ করেছে যা সুইজারল্যান্ডের পুরো নেটওয়ার্কের সমতুল্য। এ বছর আমরা ৫,৫০০ কিলোমিটার যোগ করছি। ২০১৪ সালে প্রতিদিন ৪ কিমি থেকে, আমরা এখন নতুন ট্র্যাকগুলিতে প্রতিদিন প্রায় ১৫কিমি যোগ করছি।’

railway track 1602594531

এমনকি ২০২১ সালে কোভিডের দাপটের মধ্যেও ভারতীয় রেল নিজেদের কাজ জারি রেখেছিল। এক রেল কর্তার কথায়,  ‘২০২১ সালের জুলাই মাসে, অশ্বিনী বৈষ্ণবকে রেল মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তাঁর নেতৃত্বে রেলওয়ে ৩,৯০১ কিলোমিটার ট্র্যাক স্থাপন করে একটি ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছিল যা প্রতিদিন প্রায় ১০.৬৮ কিলোমিটার হয় অঙ্কের হিসাবে। ’

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর