‘৯১৫০০৫৬৬১৮’, বিরাট পদক্ষেপ স্বয়ং মোদীর! SSC মামলায় নয়া মোড়?

বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের রায়ে সাময়িক স্বস্তিতে ২৬০০০ চাকরিহারা। আপাতত বহাল রয়েছে তাদের চাকরি। তবে আশঙ্কার মেঘ কাটছে না। গত মাসে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায়ে বাতিল হয়েছিল এসএসসি (SSC Recruitment Scam) ২০১৬ সালের গোটা প্যানেল। মঙ্গলবারই হাইকোর্টের রায়ের উপর স্থগিতদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এরই মাঝে এবার যোগ্য জন্য বিরাট পদক্ষেপ।

আগেই চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে তাদের আইনি লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার যোগ্য প্রার্থীদের খুঁজতে এবং তাদের আইনি সহায়তা দিতে পোর্টাল চালু করল গেরুয়া শিবির। বিজেপি তরফে চালু করা হয়েছে একটি হেল্পলাইন নম্বরও। ওই পোর্টালের মাধ্যমে যোগ্যদের আইনি সহায়তা দেওয়া হবে।

চাকরিহারানো শিক্ষক এবং শিক্ষাকর্মীরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন ওই পোর্টালে। তাদেরকে আইনি সাহায্য দেবে বিজেপি। হেল্পলাইন নম্বরে ফোন করেও সাহায্যের আবেদন করতে পারেন চাকরিহারারা। ওয়েবসাইট টি হল www.bjplegalsupport.org আর হেল্পলাইন নম্বরটি হল— 9150056618। এই দুইয়ের মাধ্যমে আইনি সহায়তা চাইতে পারবেন চাকরিহারারা।

বুধবার পোর্টাল প্রকাশ করে বলা হয়েছে, ”বাংলার যোগ্য শিক্ষকদের আইনি সহযোগিতার জন্য আমাদের পোর্টালে নাম এবং তথ্য নথিভুক্ত করুন। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুযায়ী, আমরা যোগ্য চাকরিহারাদের পাশে থাকতে দায়বদ্ধ। আপনাদের আইনি সহায়তার ওয়েবসাইট এবং হেল্পলাইন নম্বর চালু করা হল।

ssc modi mamata

আরও পড়ুন: দুর্যোগে উড়তেই পারল না চপার! শতাব্দী-শর্মিলার সমর্থনে অভিনব কায়দায় প্রচার তৃণমূল সেনাপতির

প্রসঙ্গত, এসএসসি ‘দুর্নীতি’ মামলায় গত মাসে কলকাতা হাই কোর্টের রায়ে চাকরি গিয়েছিল ২৫,৭৫৩ জনের। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। মামলা করে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদও। সুপ্রিম কোর্ট আপাতত চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। তবে তা সাময়িক। অযোগ্য প্রমাণিত হলে চাকরি হারাতে হবে, এই মর্মে মুচলেকা দিতে বলা হয়েছে প্রার্থীদের। আগামী ১৬ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর