বাংলাহান্ট ডেস্ক: ‘আদিপুরুষ’ (Adipurush) নিয়ে বিতর্ক অব্যাহত। সদ্য মুক্তিপ্রাপ্ত এই ছবিকে ঘিরে পাল্লা দিয়ে বাড়ছে ট্রোল। রামায়ণকে বিকৃত করে দেখানোর, পৌরাণিক চরিত্রগুলিকে অসম্মান করার অভিযোগ উঠছে নির্মাতাদের বিরুদ্ধে। এর মাঝেই একটি বিষ্ফোরক খবরে আরো বিপাকে পড়েছেন আদিপুরুষ নির্মাতারা। নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এই ছবি।
গত ১৬ জুন মুক্তি পেয়েছে আদিপুরুষ। প্রথম দিন থেকেই সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছে এই ছবি। সৌজন্যে হাস্যকর ভিএফএক্স এবং কিছু আপত্তিকর সংলাপ। বিশেষত মা সীতাকে নিয়ে একটি তথ্যকে কেন্দ্র করে শুরু ভারতে নয়, দেশের বাইরেও শুরু হয়েছে বিতর্ক। নেপালের কাঠমান্ডুতে বন্ধ করে দেওয়া হয়েছে আদিপুরুষ এর প্রদর্শন।
অভিযোগ উঠেছে, আদিপুরুষ ছবিতে মাতা সীতার জন্মস্থান সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে। এর প্রতিবাদে একাধিক জায়গায় বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে কাঠমান্ডুর সমস্ত প্রেক্ষাগৃহে আদিপুরুষ এর প্রদর্শনী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সেখানকার পুলিশ। শুধু তাই নয়, আর কোনো ভারতীয় ছবিও কাঠমান্ডুতে চালানো হবে না বলেই ঘোষণা করা হয়েছে।
কাঠমান্ডুর মেয়র সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানিয়েছেন, আদিপুরুষ ছবিতে মাতা সীতাকে ‘ভারত কি বেটি’ বলা হয়েছে। রামায়ণ অনুযায়ী, জনকপুরে জন্ম হয় মা সীতার। এই জনকপুর বর্তমানে নেপালের অংশ। তাই ছবিতে ভুয়ো তথ্য দেওয়া হচ্ছে বলে প্রতিবাদে সামিল হয়েছে পড়শি দেশ। কাঠমান্ডুর মেয়রের তরফে বলা হয়েছে, যতদিন না মা সীতাকে নিয়ে এই সংলাপ ঠিক করা হচ্ছে ততদিন পর্যন্ত কাঠমান্ডুতে কোনো ভারতীয় ছবি চলবে না। আগামী ১৯ জুন থেকেই এই নির্দেশ কার্যকর হবে।
প্রসঙ্গত উত্তরোত্তর বাড়তে থাকা বিতর্কের দিকে তাকিয়ে আপত্তিকর সংলাপগুলি সংশোধন করে চলতি সপ্তাহের মধ্যেই ছবিতে অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা করা হয়েছে নির্মাতাদের তরফে। সংলাপ রচয়িতা মনোজ মুনতাসির টুইট করেন, তিনি এবং ছবির নির্মাতারা মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে বিতর্কিত সংলাপগুলি সংশোধন করে এক সপ্তাহের মধ্যেই ছবিতে জুড়ে দেওয়া হবে।