বাংলাহান্ট ডেস্ক: অপেক্ষার অবসান ঘটানোর দিন ক্রমশ এগিয়ে আসছে। আগামী ১৬ জুন মুক্তি পেতে চলেছে ‘আদিপুরুষ’ (Adipurush)। তার আগে মঙ্গলবার তিরুপতিতে প্রকাশ করা হল ছবির ফাইনাল ট্রেলার। প্রথম ঝলকে গোটা ছবিরই সারবত্তা উঠে এসেছিল। রাঘব এবং জানকী অর্থাৎ রাম সীতার মধুর সম্পর্কের রসায়ন যেমন ছিল, তেমনি ছিল রাঘব এবং লঙ্কেশের যুদ্ধ, সেই সঙ্গে বানর সেনা, হনুমানের মতো চরিত্রগুলির সঙ্গেও পরিচয় হয়েছিল দর্শকদের।
দ্বিতীয় তথা চূড়ান্ত ট্রেলারে উঠে এল রাম রাবণের মহাযুদ্ধের ঝলক। সন্ন্যাসী সেজে জানকীকে অপহরণ লঙ্কেশের। তারপর বানর সেনার সহযোগিতায় সেতুবন্ধন করে লঙ্কার উদ্দেশে যাত্রা, হনুমানের পিঠে চেপে লঙ্কেশের সঙ্গে রাঘবের যুদ্ধের মতো কিছু টানটান দৃশ্য উঠে এসেছে এই নতুন ট্রেলারে। সেই সঙ্গে রয়েছে গা গরম করা সংলাপ।
চিরপরিচিত রামায়ণ মহাকাব্যকে নতুন করে বড়পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক ওম রাউত। মূলত ভিএফএক্স নির্ভর ছবি হলেও ফাইনাল ট্রেলারে দর্শকদের প্রত্যাশা একটু হলেও অপূর্ণ রয়ে গিয়েছে। ভিএফএক্স দিয়ে তেমন চমক দেখাতে পারেনি আদিপুরুষ।
প্রসঙ্গত, সম্প্রতি এক মহৎ উদ্যোগ নেওয়ার কথা জানানো হয় আদিপুরুষ নির্মাতাদের তরফে। একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘যেখানেই রামায়ণ পাঠ হয় প্রভু হনুমান সেখানেই উপস্থিত হন, এটা আমাদের বিশ্বাস।
এই বিশ্বাসকে মান্যতা দিয়ে যে যে প্রেক্ষাগৃহে প্রভাস অভিনীত আদিপুরুষ প্রদর্শিত হবে প্রতিটিতে একটি করে আসন হনুমানজির জন্য উৎসর্গ করতে হবে। রামের সবথেকে বড় ভক্তকে সম্মান জানানোর ইতিহাস শুনুন। আমরা এই মহান উদ্যোগ শুরু করেছি। হনুমানের উপস্থিতিতে জাঁকজমকের সঙ্গে আদিপুরুষ দেখা উচিত আমাদের’।
এখনো পর্যন্ত ভারতীয় চলচ্চিত্রের সবথেকে বেশি বাজেটের ছবিগুলির মধ্যে অন্যতম হতে চলেছে আদিপুরুষ। আনুমানিক ৫০০ কোটি টাকার বাজেটে তৈরি হচ্ছে এই ছবি। বলিপাড়ার অন্দরে ছড়ানো গুঞ্জন বলছে, ইতিমধ্যেই নাকি বাজেটের ৮৫ শতাংশ অর্থাৎ প্রায় ৪৩২ কোটি টাকা তুলে ফেলেছে আদিপুরুষ।
এর মধ্যে ছবির ডিজিটাল স্বত্ব, স্যাটেলাইট স্বত্ব, মিউজিক স্বত্ব থেকেই উঠে এসেছে ২৪৭ কোটি টাকা। এছাড়াও দক্ষিণে প্রেক্ষাগৃহ থেকে এসেছে আরো ১৮৫ কোটি টাকা।