বাংলাহান্ট ডেস্ক: ‘আদিপুরুষ’ (Adipurush) মুক্তির আগে থেকেই সম্ভাবনা ছিল ছবিটি মুক্তির পর বড়সড় উন্মাদনার সৃষ্টি হবে দর্শক মহলে। শোরগোল পড়েছে বটে, তবে সেটা ইতিবাচক নয়, নেতিবাচক। ছবি মুক্তির দিনেই ট্রোলের বন্যায় ডুবো ডুবো অবস্থা আদিপুরুষ নির্মাতাদের। রামায়ণের হাস্যকর রূপান্তর দেখে ক্ষোভে ফুঁসছেন দর্শকরা। অথচ বক্স অফিস রিপোর্ট কিন্তু বলছে অন্য কথা।
সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং চললেও ব্যবসার দিক দিয়ে কিন্তু প্রথম দিনেই বড় দাঁও মেরে নিয়েছে আদিপুরুষ। মুক্তির দিনেই নির্মাতাদের প্রত্যাশা পূরণ করে, ফিল্ম সমালোচকদের গণনা অনুযায়ী বড়সড় ধামাকা দিয়ে খাতা খুলেছে এই ছবি। এক দিনেই ১০০ কোটি ছাপিয়ে গিয়েছে আদিপুরুষ এর ব্যবসার অঙ্ক।
হ্যাঁ ঠিকই পড়েছেন। গতকাল আদিপুরুষ প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের ঝড়। যারা ছবিটি দেখতে গিয়েছেন প্রেক্ষাগৃহ থেকেই বিভিন্ন দৃশ্যের ভিডিও শেয়ার করছেন। সঙ্গে হাস্যকর সব মন্তব্য। VFX এর করুণ অবস্থা দেখে হেসে গড়াগড়ি খাচ্ছেন নেটিজেনরা।
রাবণের দশানন অবতারের ছিরি দেখে অনেকে নাম দিয়েছেন ‘দোতলা রাবণ’। কেউ কেউ আবার জনপ্রিয় হ্যারি পটার সিরিজের সিনেমার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন কিছু দৃশ্যের। বিশেষত হনুমানের একটি দৃশ্য ব্যাপক ভাইরাল হয়েছে নেটপাড়ায়, যেখানে হনুমানের মতো পৌরাণিক তথা আরাধ্য একজন চরিত্রের মুখের ভাষা শুনে ক্ষুব্ধ দর্শকরা।
এত নেতিবাচকতা সত্ত্বেও বক্স অফিস সংগ্রহ কার্যত মুখ বন্ধ করে দিয়েছে নিন্দুকদের। প্রথম দিনে হিন্দি ভার্সনে ছবিটি ৩৫ কোটি টাকার ব্যবসা করেছে। অবশ্য বেশিরভাগ টাকা উঠেছে দক্ষিণ ভারত থেকে। তেলুগু ভার্সন থেকে এসেছে প্রায় ৫৮ কোটি টাকা। অন্যদিকে তামিল এবং মালয়ালম ভার্সনে উঠেছে প্রায় ৭০ আর ৪০ লক্ষ টাকা। প্রথম দিনে গোটা দেশে ব্যবসা ৯৮ কোটি টাকা। আর বিশ্বের বক্স অফিসে এখনো পর্যন্ত আদিপুরুষ এর মোট কামাই ১৩৩ কোটি টাকা।
অনেকের মতে, নেতিবাচক রিভিউ আদিপুরুষ এর পক্ষেই গিয়েছে। দুদিনেই ব্যবসার অঙ্কটা বেড়ে পৌঁছাতে পারে ১৫০ কোটিতে। আর সেই সঙ্গে শাহরুখ খানের পাঠানকে হারিয়ে বছরের সবথেকে বড় ওপেনিং ওয়ালা ছবি হয়ে দাঁড়িয়েছে আদিপুরুষ।