রাম নামের কামাল, মুক্তির ঢের আগেই বাজেটের সিংহভাগ তুলে ফেলল ‘আদিপুরুষ’

বাংলাহান্ট ডেস্ক: আগামীতে যেকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে তার মধ্যে সবথেকে বেশি প্রত্যাশা একটি ছবিকে ঘিরে। আদিপুরুষ (Adipurush), বলিউডের আপন ‘রামায়ণ’ অবলম্বনে ছবি। প্রভাস, কৃতি সানন অভিনীত ওম রাউত পরিচালিত ছবিটি অনেকদিন ধরেই চর্চায় রয়েছে। কখনো হাস্যকর এডিটের কারণে, কখনো বা বিতর্কের কারণে সংবাদ শিরোনামে থেকেছে আদিপুরুষ।

হ্যাঁ, ছবিটি নিয়ে একসময় ব্যাপক হাসাহাসি হয়েছিল। এর কারণ ছিল মূলত ছবির টিজার এবং ট্রেলার। নিম্নমানের এডিটিংয়ের জেরে ট্রোলের মুখে পড়েছিল আদিপুরুষ। সে সময়ে ছবি মুক্তির তারিখ পিছিয়ে নির্মাতাদের তরফে নতুন করে প্রকাশ করা হয়েছিল ট্রেলার। তবে এবারে অবশ্য এডিটের প্রশংসা করতেই দেখা গিয়েছিল দর্শকদের।

adipurush troll

এবার এক নতুন খবর শোনা গেল। ছবি মুক্তির আগেই নাকি অধিকাংশ লাভ করে ফেলেছে আদিপুরুষ। এখনো পর্যন্ত ছবিটি মুক্তি পেতে কিছুদিন বাকি রয়েছে। তার আগেই বাজেটের অন্তত ৮৫ শতাংশ ছবিটি তুলে ফেলেছে বলেই শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত।

এখনো পর্যন্ত ভারতীয় চলচ্চিত্রের সবথেকে বেশি বাজেটের ছবিগুলির মধ্যে অন্যতম হতে চলেছে আদিপুরুষ। আনুমানিক ৫০০ কোটি টাকার বাজেটে তৈরি হচ্ছে এই ছবি। বলিপাড়ার অন্দরে ছড়ানো গুঞ্জন বলছে, ইতিমধ্যেই নাকি বাজেটের ৮৫ শতাংশ অর্থাৎ প্রায় ৪৩২ কোটি টাকা তুলে ফেলেছে আদিপুরুষ।

এর মধ্যে ছবির ডিজিটাল স্বত্ব, স্যাটেলাইট স্বত্ব, মিউজিক স্বত্ব থেকেই উঠে এসেছে ২৪৭ কোটি টাকা। এছাড়াও দক্ষিণে প্রেক্ষাগৃহ থেকে এসেছে আরো ১৮৫ কোটি টাকা। আগামী ১৬ জুন দেশ জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আদিপুরুষ। তার আগেই ছবির এতটা লাভ করা নিঃসন্দেহে একটি বিরাট চমক এবং একটি ইতিবাচক দিকও বটে।

আদিপুরুষ নিয়ে দেশজুড়ে যে উন্মাদনা তৈরি হয়েছে সেদিকে নজর দিয়ে ট্রেড অ্যানালিস্টদের মত, মুক্তির পরপরই বড়সড় অঙ্কের ব্যবসা করতে চলেছে এই ছবি। প্রথম তিন দিনেই হিন্দি বলয় থেকে আনুমানিক ১০০ কোটি টাকা উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর