ভাঙতে পারত সমস্ত রেকর্ড, রাম-রাবণ-হনুমানকে হাসির পাত্র বানিয়েই ডুবল ‘আদিপুরুষ’

বাংলাহান্ট ডেস্ক: নেটপাড়ায় তথা সিনে মহলে সবথেকে চর্চার বিষয় এখন একটাই, ‘আদিপুরুষ’ (Adipurush)। বিগত এক বছর ধরে যে উন্মাদনা ছিল দর্শক মহলে, ছবিটি মুক্তির পর এক লহমায় তা বদলে গিয়েছে ট্রোলে। নিম্নমানের ভিএফএক্স এর কাজ, চরিত্রগুলির চিত্রায়ণ, সংলাপ সবই ক্ষোভের মুখে পড়েছে দর্শকদের। এমনকি রামায়ণের মতো মহাকাব্যকে এবং পৌরাণিক চরিত্রগুলিকে অপমান করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

রামায়ণ মহাকাব্য অবলম্বনে তৈরি হয়েছে আদিপুরুষ, একথা বহুদিন ধরেই শোনা যাচ্ছে। তবে নির্মাতাদের তরফে দাবি করা হয়েছে, ছবিতে রামায়ণকে আধুনিক ভাবে দেখানো হয়েছে। কিন্তু গল্প এতটাই আধুনিক হয়ে গিয়েছে তা কিছু কিছূ ক্ষেত্রে অশ্লীল হয়ে উঠেছে বলে দাবি দর্শকদের।

adipurush troll

ছবিটিকে ঘিরে ব্যাপক প্রত্যাশা ছিল দর্শকদের। কিন্তু ওম রাউত সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন আশা পূরণ করতে। সোশ্যাল মিডিয়ায় ছবির বেশ কিছু দৃশ্যের ছবি, ভিডিও ভাইরাল হয়েছে যেখানে হনুমানের মুখের ভাষা, রাবণের দশ মাথার ভিএফএক্স সহ বেশ কিছু বিষয় নিয়ে আপত্তি তোলা হয়েছে। ছবিতে কিছু কিছু মারাত্মক ভুল রয়েছে যেগুলোর জন্যই মূলত এত সমালোচিত হতে হচ্ছে আদিপুরুষকে।

দোতলা মাথার রাবণ

যতবার টেলিভিশনে বা বইয়ের পাতায় রাবণকে দেখা গিয়েছে প্রতিবার তাঁর দশ মাথা পাশাপাশিই দেখা গিয়েছে। কিন্তু আদিপুরুষ ছবিতে প্রথম বার দেখা গেল উল্লম্ব ভাবে দুই সারিতে রয়েছে রাবণের মাথা। উপরন্তু রাবণের চরিত্রটির আরো কিছু বিষয় দেখে মুখ বেঁকিয়েছেন দর্শকরা। পুষ্পক রথের নামে বাদুড় আর ড্রাগনের মেলানো একটি প্রাণীকে দেখেও বিরক্ত অনেকে।

ট্যাটু ওয়ালা মেঘনাদ

একা রাবণ নয়, ছেলে মেঘনাদের রূপ দেখেও ভিরমি খাওয়ার জোগাড় দর্শকদের। মেঘনাদের সর্বাঙ্গে ট্যাটু, মাথার চুল দেখে উঠেছে ফের ট্রোলেয ঝড়। এখানেই শেষ নয়। গোটা ছবি জুড়ে মেঘনাদের যে দুরন্ত গতি দেখানো হয়েছে তা দেখে অনেকে হলিউড সুপারহিরো ফ্ল্যাশের সঙ্গে তুলনা টেনেছেন।

হনুমানের হাস্যকর সংলাপ

সবথেকে বেশি শোরগোল হয়েছে হনুমানের সংলাপ নিয়ে। ওই যুগেও হনুমানের মতো পৌরাণিক এবং আরাধ্য একজন চরিত্রের মুখে কার্যত ‘রকের ভাষা’ শুনে বিষম খাওয়ার জোগাড় হয়েছে দর্শক তথা নেটিজেনদের। ব্যাপক ক্ষোভের মুখে পড়েছেন সংলাপ লেখক মনোজ মুনতাসিরও।

হলিউড ছবি থেকে নকল করা দৃশ্য

সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে অদ্ভূত সব ভিএফএক্স এর কাণ্ড দেখা গিয়েছে। অদ্ভূত ভাবে সেই সব দৃশ্যের সঙ্গে হ্যারি পটার, অ্যাভেঞ্জার্স এর মতো জনপ্রিয় হলিউড ছবির কিছু দৃশ্যের মিল নজর এড়ায়নি দর্শকদের। সব মিলিয়েই লাগাতার ট্রোলড হয়ে চলেছে আদিপুরুষ।


Niranjana Nag

সম্পর্কিত খবর