বাংলাহান্ট ডেস্ক: মুক্তির দিন যত এগিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে ‘আদিপুরুষ’ (Adipurush) নিয়ে। আর হবে নাই বা কেন? এতদিন পর রামায়ণ মহাকাব্য অবলম্বনে ছবি তৈরি হতে চলেছে ভারতীয় সিনেমায়। বলিউড, সাউথ দুই ইন্ডাস্ট্রির মিলিত প্রয়াসে একটা ধামাকাদার কিছু দেখার অপেক্ষায় দিন গুনছেন সিনেপ্রেমীরা।
নির্মাতারাও দর্শকদের চমক দেওয়ার জন্য কোনো খামতি বাকি রাখছেন না। ট্রোলের পর উন্নত মানের ভিএফএক্স দিয়ে বদলানো হয়েছে টিজার ট্রেলার। প্রেক্ষাগৃহে মুক্তির আগে ব্যবস্থা করা হচ্ছে স্পেশাল স্ক্রিনিংয়ের। এবার জানা গেল আরো এক চমকপ্রদ তথ্য। প্রত্যেকটি প্রেক্ষাগৃহে নাকি একটি করে আসন অবিক্রিত রাখা হবে। সেটা সংরক্ষিত থাকবে খোদ রামভক্ত হনুমানের জন্য।
আর কিছুদিন মাত্র বাকি আদিপুরুষ এর মুক্তির। আগামী ১৬ জুন দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। তার আগে একের পর এক সারপ্রাইজ দিয়ে দর্শকদের উন্মাদনা জিইয়ে রাখতে চাইছেন নির্মাতারা। তার মধ্যে অন্যতম বজরংবলীর জন্য আসন উৎসর্গ করা। এটা নিঃসন্দেহে একটা অভিনব উদ্যোগ।
এক বিবৃতি প্রকাশ করা হয়েছে নির্মাতাদের তরফে। সেখানে বলা হয়েছে, ‘যেখানেই রামায়ণ পাঠ হয় প্রভু হনুমান সেখানেই উপস্থিত হন, এটা আমাদের বিশ্বাস। এই বিশ্বাসকে মান্যতা দিয়ে যে যে প্রেক্ষাগৃহে প্রভাস অভিনীত আদিপুরুষ প্রদর্শিত হবে প্রতিটিতে একটি করে আসন হনুমানজির জন্য উৎসর্গ করতে হবে। রামের সবথেকে বড় ভক্তকে সম্মান জানানোর ইতিহাস শুনুন। আমরা এই মহান উদ্যোগ শুরু করেছি। হনুমানের উপস্থিতিতে জাঁকজমকের সঙ্গে আদিপুরুষ দেখা উচিত আমাদের’।
Team #Adipurush to dedicate one seat in every theater for Lord Hanuman 🚩🙏🏻
Jai Shri Ram 🙏 #Adipurush in cinemas worldwide on 16th June! ✨ #AdipurushTrailer2 #AdipurushOnJune16th#AdipurushActionTrailer#AdipurushIn3D #Prabhas #SaifAliKhan #KritiSanon #SunnySingh #OmRaut pic.twitter.com/UcP7Aafks8
— Movies wallah (@Movies_Wallah) June 6, 2023
প্রসঙ্গত, আজ ৬ জুন তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর ইউনিভার্সিটি স্টেডিয়ামে প্রি রিলিজ অনুষ্ঠান হবে আদিপুরুষ এর। এখানেই প্রকাশ পাবে ছবির দ্বিতীয় ট্রেলার। সন্ধ্যা ছটা নাগাদ শুরু হবে অনুষ্ঠান।
এখনো পর্যন্ত ভারতীয় চলচ্চিত্রের সবথেকে বেশি বাজেটের ছবিগুলির মধ্যে অন্যতম হতে চলেছে আদিপুরুষ। আনুমানিক ৫০০ কোটি টাকার বাজেটে তৈরি হচ্ছে এই ছবি। বলিপাড়ার অন্দরে ছড়ানো গুঞ্জন বলছে, ইতিমধ্যেই নাকি বাজেটের ৮৫ শতাংশ অর্থাৎ প্রায় ৪৩২ কোটি টাকা তুলে ফেলেছে আদিপুরুষ।
এর মধ্যে ছবির ডিজিটাল স্বত্ব, স্যাটেলাইট স্বত্ব, মিউজিক স্বত্ব থেকেই উঠে এসেছে ২৪৭ কোটি টাকা। এছাড়াও দক্ষিণে প্রেক্ষাগৃহ থেকে এসেছে আরো ১৮৫ কোটি টাকা। আগামী ১৬ জুন দেশ জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আদিপুরুষ। তার আগেই ছবির এতটা লাভ করা নিঃসন্দেহে একটি বিরাট চমক এবং একটি ইতিবাচক দিকও বটে।