টিজার দেখেই ধুন্ধুমার, দর্শকদের ক্ষোভের ভয়েই মুক্তির তারিখ পেছোলেন ‘আদিপুরুষ’ নির্মাতারা!

বাংলাহান্ট ডেস্ক: ফের চর্চায় ‘আদিপুরুষ’ (Adipurush)। রামায়ণ অবলম্বনে তৈরি পরিচালক ওম রাউতের ছবিটি যেদিন থেকে ঘোষনা হয়েছিল সেদিন থেকেই লাইমলাইট কেড়ে নিয়েছে নিজের দিকে। কিন্তু দর্শকদের যাবতীয় আগ্রহ, উত্তেজনা এক লহমায় নিন্দায় বদলে যায় আদিপুরুষ এর টিজার প্রকাশ‍্যে আসার পর। নিম্ন মানের ভিএফএক্স, চরিত্র চিত্রণের অভিযোগে কাঠগড়ায় তোলা হয় নির্মাতাদের। এবার শোনা গেল, মুক্তির তারিখ পিছিয়ে গিয়েছে আদিপুরুষ এর।

প্রথমে শোনা গিয়েছিল, আগামী বছরের ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে প্রভাস, কৃতি সানন, সইফ আলি খান অভিনীত ‘আদিপুরুষ’। কিন্তু নতুন খবর বলছে, তারিখ পিছিয়ে দিয়েছেন নির্মাতারা। আসলে প্রথমে সংক্রান্তির দিন ছবিটি রিলিজ করার কথা ছিল নির্মাতাদের। কিন্তু বলিপাড়ার অন্দরে গুঞ্জন বলছে, সেই সিদ্ধান্ত বদলেছেন তারা।

Adipurush PIL
পরিবর্তে ২০২৩ এর গ্রীষ্মকালে আদিপুরুষ রিলিজ করার কথা ভাবা হচ্ছে বলে খবর। খবর সত‍্যি হলে খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষনা করতে পারেন আদিপুরুষ নির্মাতারা।
কিন্তু হঠাৎ ছবির মুক্তি পিছিয়ে গেলই বা কেন? উল্লেখ‍্য ইতিমধ‍্যেই সংক্রান্তির দিন অর্থাৎ ১২ জানুয়ারি একাধিক ছবির মুক্তির তারিখ ধার্য করা রয়েছে। তার মধ‍্যে অন‍্যতম থালাপতি বিজয়ের ‘ভারিসু’। এছাড়াও চিরঞ্জিবীর একটি ছবি সহ অপর একটি দক্ষিণী ছবিরও মুক্তির কথা রয়েছে ওইদিনই।

অনেকে মনে করছেন এতগুলি ছবির সঙ্গে সংঘাত এড়ানোর জন‍্যই নাকি পিছিয়ে গিয়েছে আদিপুরুষ এর মুক্তি। আবার অনেকের মতে, টিজার দেখে দর্শকদের বিরূপ প্রতিক্রিয়ার জন‍্যই পিছিয়ে গিয়েছেন নির্মাতারা। সম্ভবত ভিএফএক্স এর মান আরেকটু ভাল করে তারপরেই ছবি রিলিজ করাবেন তারা।

প্রসঙ্গত, আদিপুরুষ এর টিজার দেখে প্রচণ্ড নেতিবাচক প্রতিক্রিয়া দিয়েছিলেন দর্শকরা। শ্রীরাম, রাবণের মতো পৌরাণিক চরিত্রগুলিকে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। বিশেষ করে টিজারে লঙ্কেশ অর্থাৎ সইফের চরিত্রটি দেখে আরোই ক্ষুব্ধ দর্শকরা। একি রাবণ নাকি কোনো মোগল বাদশা? চামড়ার জ‍্যাকেট, চোখে সুরমা পরা রাবণ! বিনোদন জগৎ তো বটেই, রাজনৈতিক জগতের ব‍্যক্তিত্বরাও উষ্মা প্রকাশ করেছিলেন আদিপুরুষ নির্মাতাদের বিরুদ্ধে।

Niranjana Nag

সম্পর্কিত খবর