ট্রোল থেকে শিক্ষা, বস্তাপচা টিজারের পর রাম-সীতা-রাবণকে নিয়ে পাশ করতে পারল ‘আদিপুরুষ’ ট্রেলার?

বাংলাহান্ট ডেস্ক: ব্যাপক ট্রোল, সমালোচনার পর অবশেষে প্রকাশ্যে এল ‘আদিপুরুষ’ (Adipurush) এর ট্রেলার (Trailer)। রামায়ণ মহাকাব্য অবলম্বনে পরিচালক ওম রাউতের এই ছবিটির প্রথম ঝলক বেশ কয়েক মাস আগেই প্রকাশ্যে এসেছিল। কিন্তু ভিএফএক্স এর ছিরি দেখে প্রশংসার তুলনায় সমালোচনাটাই বেশি হয়েছিল। তখনই শোনা গিয়েছিল, ভিএফএক্সের মান উন্নত করে ট্রেলারে চমক দেবে আদিপুরুষ।

অপেক্ষার শুরু তখন থেকেই। এমনিতেই আদিপুরুষ একটি বহুল প্রতীক্ষিত ছবি। ভারতীয় চলচ্চিত্র জগতে এক মাইলফলক তৈরি করতে পারে এই ছবি, এমনটাই আশা রাখেন ফিল্ম বিশেষজ্ঞরা। টিজার সেই আশায় জল ঢালতে সক্ষম হয়েছিল। ট্রেলার কতটা মান রাখতে পারল নির্মাতাদের?

adipurush

টিজার মুক্তি পেয়েছিল বেশ কয়েক মাস আগে। তুমুল নেতিবাচকতার শিকার হয়ে ট্রেলারের মান বাড়াতে মন দিয়েছিলেন নির্মাতারা। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ট্রেলারের ভিএফএক্স দেখে একটা কথা স্পষ্ট যে দর্শকরা অনেকটাই সন্তুষ্ট। ট্রেলারে অনস্ক্রিন রাম, সীতা এবং রাবণের সঙ্গে আবারো পরিচিতি হয়েছে দর্শকদের।

গত ৮ মে হায়দ্রাবাদে অনুরাগীদের জন্য একটি বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল আদিপুরুষ নির্মাতাদের তরফে। সেই স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন প্রভাস, কৃতি সানন, পরিচালক ওম রাউত এবং প্রযোজক ভূষণ কুমার। জানা যাচ্ছে, আনুমানিক ৫০০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে আদিপুরুষ।

প্রসঙ্গত, আদিপুরুষ এর টিজার দেখে প্রচণ্ড নেতিবাচক প্রতিক্রিয়া দিয়েছিলেন দর্শকরা। শ্রীরাম, রাবণের মতো পৌরাণিক চরিত্রগুলিকে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। বিশেষ করে টিজারে লঙ্কেশ অর্থাৎ সইফের চরিত্রটি দেখে আরোই ক্ষুব্ধ দর্শকরা। একি রাবণ নাকি কোনো মোগল বাদশা? চামড়ার জ‍্যাকেট, চোখে সুরমা পরা রাবণ! বিনোদন জগৎ তো বটেই, রাজনৈতিক জগতের ব‍্যক্তিত্বরাও উষ্মা প্রকাশ করেছিলেন আদিপুরুষ নির্মাতাদের বিরুদ্ধে। তবে ট্রেলার শখ পূরণ করেছে দর্শকদের। আগামী ১৬ জুন মুক্তি পেতে চলেছে আদিপুরুষ।


Niranjana Nag

সম্পর্কিত খবর