মহালয়ার আগেই মাস্ক-স‍্যানিটাইজার নিয়ে এলেন মা দূর্গা, হাজির বিধায়ক অদিতি মুন্সি

বাংলাহান্ট ডেস্ক: মহালয়ার এখনো ঢের দেরি। তার আগেই বাগুইআটির অশ্বিনীনগরের বন্ধুমহল ক্লাবে ঢাকে পড়ল কাঠি। খুঁটিপুজোর দিনেই আগমন হয়েছে মা দূর্গার। খুঁটিপুজোর উদ্বোধন তথা মা দূর্গাকে বরণ করতে হাজির জনপ্রিয় কীর্তন গায়িকা তথা রাজারহাট গোপালপুরের তৃণমূল বিধায়ক অদিতি মুন্সিও (aditi munshi)।

আকাশে শ্রাবণের মেঘ এখনো কাটেনি। বৃষ্টি এখনো দলবল নিয়ে হাজির হচ্ছে যখন তখন। কিন্তু দূর্গাপুজোর প্রস্তুতি তো এখন থেকেই শুরু করতে হবে। বাগুইআটির বন্ধুমহল ক্লাবের পুজো যথেষ্ট নামী। তবে এবারে খুঁটিপুজোর দিনেই নিয়ে আসা হয়েছে দূর্গা প্রতিমা। কিন্তু এখানে মা দশপ্রহরণধারিনী নন। বরং দূর্গা মায়ের দশ হাতে রয়েছে সার্জিকাল মাস্ক, স‍্যানিটাইজার, থার্মাল গান।

337788 8ee5f441 6ee8 4f8e 9ee7 a47c4cf49e3d
বাস্তবিকই করোনা পরিস্থিতিতে মাস্ক, স‍্যানিটাইজারই সবথেকে বড় অস্ত্র। উপরন্তু মানুষকে মাস্ক পরতে, পরিস্কার পরিচ্ছন্ন থাকতে সতর্কতামূলক প্রচারের জন‍্যই এমন অভিনব চিন্তা। খুঁটিপুজোর উদ্বোধন করতে এদিন উপস্থিত ছিলেন অদিতি মুন্সি‌। বিধানসভা নির্বাচনের আগেই রাজনীতিতে যোগ দিয়েছিলেন তিনি। আর যোগ দিয়েই জিত। রাজারহাট গোপালপুর আসনে তৃণমূলের হয়ে জিতেছেন অদিতি।

337787 75ee08bb 1ba2 4cf7 977a 911c2491d209
এদিন খুঁটিপুজোয় উপস্থিত হয়ে ঢাকের কাঠি হাতে তুলে নেন বিধায়ক। দূর্গা প্রতিমার সোনার মাস্ক হাতে হাসিমুখে পোজও দেন ক‍্যামেরার সামনে। তাঁর কথায়, সোনার মাস্কটা এখানে প্রতীকি। মেয়েদের তো ‘সোনার মেয়ে’ ‘সোনার মা’ এমন উপমাই দেওয়া হয়। যদি কোনো জ‍্যোতিষী সৌভাগ‍্যের জন‍্য মাস্ক পরার পরামর্শ দিতেন তাহলে সবাই পরত। তাহলে সুরক্ষার জন‍্য মাস্ক নয় কেন?

337784 812fabd5 e149 4839 abea 4300483bc7d0
চিকিৎসকদের মতে, পুজোর সময়েই করোনার তৃতীয় ঢেউ শীর্ষে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে দূর্গাপুজো করাটা ঠিক কতটা যুক্তিসম্মত? অদিতির মতে, পূজো করাই উচিত। কারণ এর সঙ্গে বহু মানুষের জীবিকা জড়িয়ে থাকে। তবে যেকোনো পরিস্থিতিতেই মানুষকে সাবধান হতেই হবে।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর