গানে গানে বসন্তের আবাহন, স্পিকারের অনুরোধে বিধানসভায় রবীন্দ্রসঙ্গীত গাইলেন বিধায়ক অদিতি মুন্সি

বাংলাহান্ট ডেস্ক: বিধানসভায় শোনা গেল রবীন্দ্রসঙ্গীত। সৌজন‍্যে তৃণমূলের তারকা বিধায়ক অদিতি মুন্সি (Aditi Munshi)। দোলের আগে বৃহস্পতিবার অদিতির হাত ধরেই বসন্ত প্রবেশ করল বিধানসভার কক্ষে। কীর্তন গায়িকাকে সঙ্গ দিলেন তৃণমূলের আরেক তারকা বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া।

বিধানসভায় বাজেট অধিবেশনের মাঝে প্রায় প্রতিদিনই কোনো না কোনো উত্তপ্ত ঘটনার খবর আসে। বৃহস্পতিবারও বিধানসভার অভ‍্যন্তরের চিত্রটা ছিল কিছুটা তেমনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এদিন স্বাধীকার ভঙ্গের নোটিস আনেন তাঁর দলেরই চার বিধায়ক।

srijoni aditi munshi singing class shibpur howrah music classes w840o07o6q
পরিস্থিতি শান্ত করতে তারপর স্পিকার বিমান বন্দ‍্যোপাধ‍্যায় দোলের কথা স্মরণ করিয়েই অদিতিকে একটি গান ধরতে বলেন। অনুরোধ ফেলেননি গায়িকা বিধায়ক। দোল ও বসন্তের বহুল পরিচিত রবীন্দ্রসঙ্গীত ‘ওরে গৃহবাসী খোল দ্বার খোল’ গেয়ে ওঠেন রাজারহাট গোপালপুরের তৃণমূল বিধায়ক।

তখন অবশ‍্য বিজেপির তরফে কেউই আর উপস্থিত ছিলেন না বিধানসভা কক্ষে। অদিতির সঙ্গে গলা মেলান জুন ও রাজ‍্যের শাসক দলের অন‍্য বিধায়ক মন্ত্রীরাও। দোলের আগেই গানে গানে বসন্তের প্রবেশ ঘটে বিধানসভায়। এমন ঘটনা আগে কখনো ঘটেছে বলে মনে করতে পারছেন না ওয়াকিবহাল মহল।

WhatsApp Image 2022 03 17 at 2.44.12 PM
বিধানসভা নির্বাচনের আগে আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন অদিতি। তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর এবার নিজেই রাজনীতির ময়দানে নেমেছেন তিনি। রাজারহাট গোপালপুর আসনে তৃণমূলের হয়ে ভোটে যেতেন অদিতি। এর আগেও তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে তাঁকে। উল্লেখ‍্য, ২০১৮ সালে দেবরাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অদিতি।

এর আগে একাধিক বার দলীয় প্রচারে, অনুষ্ঠানে গান গেয়েছেন অদিতি। খোদ মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় তাঁর গানের প্রশংসা করেছেন। তবে স্পিকারের অনুরোধে অদিতির গান গাওয়া এই প্রথম।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর