বাংলাহান্ট ডেস্কঃ রায়বরেলি থেকে উঠে এল কংগ্রেসের দলীয় অন্তর্দ্বন্ধ। কংগ্রেসের বিক্ষুদ্ধ সাংসদ অদিতি সিং (Aditi Singh) সরাসরি আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে (sonia gandhi)। গত ৫ বছরে মাত্র ২ বার রায়বরেলিতে এসেছেন সোনিয়া গান্ধী, এমনটাও অভিযোগ করেছেন অদিতি সিং।
পূর্বে বহুবার দলের বিরুদ্ধে গিয়ে নানারকম ক্রিয়াকলাপ করতে দেখা গিয়েছিল কংগ্রেস সাংসদ অদিতি সিংকে। এমনকি প্রকাশ্যে কংগ্রেসের বিরুদ্ধাচারণ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাজের সমর্থন করতেও দেখা গিয়েছিল তাঁকে। এমনকি নিজের স্যোশাল মিডিয়া সাইট থেকে কংগ্রেস দলের পরিচয় সরিয়ে নিতেও দেখা গিয়েছিল অদিতি সিংকে।
কংগ্রেসের এই বিক্ষুদ্ধ সাংসদ এবার আঙ্গল তুললেন দলীয় সভাপতি সোনিয়া গান্ধীর দিকে। অদিতি সিং-র অভিযোগ, নির্বাচনে জয়লাভ করার পর গত ৫ বছরে মাত্র ২ বার রায়বরেলিতে এসেছিলেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী।
তিনি আরও অভিযোগ করে বলেছেন, ‘যে জনগণ আপনাকে ভোট দিয়ে নির্বাচনে জিতিয়েছে, আপনার কি উচিত না তাদের সহায়তা করা? তাদের সঙ্গে দেখা করা, যোগাযোগ রাখা কি আপনার কর্তব্যের মধ্যে পড়ে না? সর্বদা জনগণের পাশে থেকে তাদের সাহায্য করা উচিত আপনার’।