বাংলাহান্ট ডেস্কঃ রাম মন্দির (ram temple) নির্মানের জন্য ভক্তরা দুহাত ভরে দান করছেন। কংগ্রেসের রায়বরেলির সাংসদ অদিতি সিং (Aditi Singh), এবার নাম লেখালেন সেই তালিকায়। অযোধ্যায় গিয়ে রাম মন্দির নির্মানের জন্য ৫১ লক্ষ টাকা দান করলেন উত্তরপ্রদশের রায়বরেলির বিক্ষুব্ধ কংগ্রেস সাংসদ অদিতি সিং।
মন্দির কমিটির হাতে এই দান তুলে দিয়ে অদিতি সিং বলেন, ‘আমি আমার দলের এবং সকল সমর্থকদের পক্ষ থেকে বিশ্ব হিন্দু পরিষদকে এই অর্থ দান করছি। সকলেরই সাহায্য রয়েছে এর মধ্যে’।
Raebareli: Congress MLA Aditi Singh donates a sum of Rs 51 Lakh toward the construction of Ram Temple in Ayodhya.
She says, "I am making this contribution to VHP on behalf of my team and supporters. Everyone has contributed for this." pic.twitter.com/WjXiKcHWC5
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 9, 2021
তিনি আরও বলেন, ‘আজকে যদি আবার বাবা বেঁচে থাকতেন, তাহলে এই কাজ দেখে খুবই খুশি হতেন। এটি আমাদের সকলের জীবনেই ঘটে যাওয়া একটি বড় ঘটনা। আমাদের আজকের এই কর্মসূচীতে পবিত্রতা বজায় থাকুক। আজকে আমি রাজনীতির বিষয়ে কোন কথা বলব না। জাতিবাদ, ধর্মবাদের উপরে উঠে আজকে কথা বলব’।
কংগ্রেসের প্রতি বিক্ষুব্ধ এই সাংসদ বহুবার দলের কর্মকান্ডের দিকে আঙ্গুল তোলার পর সম্প্রতি কটাক্ষ করেছিলেন দলীয় সভাপতি সোনিয়া গান্ধীকে। কংগ্রেস সভাপতির দিকে আঙ্গুল তুলে অদিতি সিং অভিযোগ করেছিলেন, নির্বাচনে জয়লাভ করার পর গত ৫ বছরে মাত্র ২ বার রায়বরেলিতে এসেছিলেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী।
তিনি আরও অভিযোগ করে বলেছিলেন, ‘যে জনগণ আপনাকে ভোট দিয়ে নির্বাচনে জিতিয়েছে, আপনার কি উচিত না তাদের সহায়তা করা? তাদের সঙ্গে দেখা করা, যোগাযোগ রাখা কি আপনার কর্তব্যের মধ্যে পড়ে না? সর্বদা জনগণের পাশে থেকে তাদের সাহায্য করা উচিত আপনার’।