প্রকাশ‍্যেই স্ত্রীকে জাপটে ধরে চুম্বন আদিত‍্যর, তুমুল ভাইরাল ছবি

বাংলাহান্ট ডেস্ক: সদ‍্য সদ‍্য বিয়ে সেরেছেন আদিত‍্য নারায়ণ (aditya narayan) ও শ্বেতা আগরওয়াল (shweta aggarwal)। গত বছরের শেষেই সাত পাকে বাঁধা পড়েছেন দুজনে। আর বিয়ের পরেই ভ‍্যালেন্টাইনস উইকটা চুটিয়ে উপভোগ করছেন দুজন। এবার প্রকাশ‍্যেই স্ত্রীকে জড়িয়ে ধরে চুম্বন (kiss) করলেন আদিত‍্য।

আগামীকাল ভ‍্যালেন্টাইনস ডে, তার আগে আজ ১৩ ফেব্রুয়ারি ‘কিস ডে’। এই দিনেই প্রকাশ‍্যে স্ত্রী শ্বেতাকে জড়িয়ে ধরে চুম্বনে ভরিয়ে দিলেন আদিত‍্য। ক‍্যাপশনে তিনি লেখেন, ‘জীবনটা ছোট, ভালবাসার কাউকে খুঁজে নিন। তারপর রোজ কিস দিন আর কিস নিন।’

Aditya Narayan Controversy3
গত বছরের ১লা ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন আদিত‍্য ও শ্বেতা। দুই পরিবারের সদস‍্য ছাড়াও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু বান্ধবই শুধু আমন্ত্রিত ছিলেন বিয়েতে। মন্দিরে বিয়ে করেন আদিত‍্য ও শ্বেতা। আমন্ত্রিতদের সংখ‍্যাও ছিল কম।
রিসেপশন পার্টিটাও ছিল বেশ জমকালো। উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন তারকা। ২০১০ এ ‘শাপিত’ ছবির সেট থেকে শুরু অভিনেত্রী শ্বেতা আগরওয়ালের সঙ্গে বন্ধুত্ব ও তারপর প্রেম।

https://www.instagram.com/p/CLOR_95j67q/?igshid=1k5csul4ri5sp

বিয়ের আগেই শ্বেতার সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করেন আদিত‍্য। তুমুল ভাইরাল হয় সেই ছবি। সোশ‍্যাল মিডিয়ায় নিজেই বিয়ের সুখবর জানান তিনি। নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে শ্বেতার সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি পোস্ট করে এই সুখবর জানান আদিত‍্য।

তিনি লেখেন, ‘আমরা বিয়ে করতে চলেছি। ১১ বছর আগে শ্বেতাকে খুঁজে পেয়ে আমি সবথেকে সৌভাগ‍্যবান হয়েছিলাম। আর এই ডিসেম্বরে আমরা বিয়ে গাঁটছড়া বাঁধতে চলেছি।’ তিনি আরো লেখেন, ‘আমরা দুজনেই বিশ্বাস করি ব‍্যক্তিগত জীবন ব‍্যক্তিগতই রাখতে। বিয়ের প্রস্তুতির জন‍্য সোশ‍্যাল মিডিয়া থেকে কিছুদিনের বিরতি নিচ্ছি।’ পুনশ্চ দিয়ে আদিত‍্য লেখেন, ‘বলেছিলাম না, কখনও না কখনও তো পাবই তোমাকে আমার বিশ্বাস।’

Niranjana Nag

সম্পর্কিত খবর