বাংলাহান্ট ডেস্ক: অপেক্ষার অবসান। আজ, ১লা ডিসেম্বরই দীর্ঘদিনের প্রেমিকা শ্বেতা আগরওয়ালের (shweta agarwal) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন উদিত নারায়ণ পুত্র আদিত্য নারায়ণ (aditya narayan)। করোনা আবহে মন্দিরে বিয়ে হতে চলেছে বলে আগেই জানা গিয়েছিল। মাত্র ৫০ জন অতিথি আমন্ত্রিত রয়েছেন এই বিয়েতে।
ইতিমধ্যেই আদিত্য নারায়ণের বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফ্যানপেজ থেকে শেয়ার করা হয়েছে বিয়ের আসরের নানান ছবি, ভিডিও। আদিত্য শ্বেতার বিয়ের কার্ডের ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে উদিত নারায়ণের বিয়ের কিছু তথ্য ফাঁস করেছেন।
তবে এখন বিয়ে হলেও রিসেপশন পরে ধুমধাম করে করারই পরিকল্পনা রয়েছে আদিত্য নারায়ণের। সেই রিসেপশনের আমন্ত্রিত অতিথি অভ্যাগতদের তালিকাও জানান উদিত নারায়ণ। তিনি জানান, রবিবার ছিল মেহেন্দি সেরেমনি। সোমবার ঘনিষ্ঠ জনের উপস্থিতিতে সম্পন্ন হয় হলদি সেরেমনি। অবশেষে আজ, একটি ছোট মন্দিরে বসতে চলেছে আদিত্য শ্বেতার বিয়ের আসর।
https://www.instagram.com/p/CIOOhF0BYki/?igshid=10fs0dqzbeap1
উদিত নারায়ণ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিতাভ বচ্চন, শত্রুঘ্ন সিনহা, ধর্মেন্দ্র, মাধুরী দীক্ষিত, দীপিকা পাডুকোন, রণবীর সিংকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। তবে বর্তমান করোনা পরিস্থিতিতে কে কে আসতে পারবেন তা তিনি জানেন না।
https://www.instagram.com/p/CIPDTzRhY5O/?igshid=91c0g2moos4g
সম্প্রতি গতকাল, সোমবার বিয়ের আগেই শ্বেতার সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করেন আদিত্য। তুমুল ভাইরাল হয় সেই ছবি। সোশ্যাল মিডিয়ায় নিজেই বিয়ের সুখবর জানান তিনি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শ্বেতার সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি পোস্ট করে এই সুখবর জানান আদিত্য।
https://www.instagram.com/p/CINBUpDjIjw/?igshid=121xp8dy7vkdj
তিনি লেখেন, ‘আমরা বিয়ে করতে চলেছি। ১১ বছর আগে শ্বেতাকে খুঁজে পেয়ে আমি সবথেকে সৌভাগ্যবান হয়েছিলাম। আর এই ডিসেম্বরে আমরা বিয়ে গাঁটছড়া বাঁধতে চলেছি।’ তিনি আরো লেখেন, ‘আমরা দুজনেই বিশ্বাস করি ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে। বিয়ের প্রস্তুতির জন্য সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিনের বিরতি নিচ্ছি।’ পুনশ্চ দিয়ে আদিত্য লেখেন, ‘বলেছিলাম না, কখনও না কখনও তো পাবই তোমাকে আমার বিশ্বাস।’