ডিডিএলজের ২৬ বছর, আরিয়ান-বিতর্কের মাঝেই মার্কিনি থিয়েটারের মঞ্চে কাজলের সঙ্গে রোম‍্যান্স করবেন শাহরুখ!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম, পেয়ার হোতা হ‍্যায় দিওয়ানা সনম’, যতীন ললিতের সুরে বলিউডের এই চিরন্তন রোম‍্যান্টিক গানের সুরে মজেছিল নব্বইয়ের দশক। সুরের ম‍্যাজিক রয়ে গিয়েছে এখনো। সেই সঙ্গে শাহরুখ (shahrukh khan) কাজলের (kajol) চূড়ান্ত রোম‍্যান্টিক জুটি। সাম্প্রতিক কালের বিতর্কে যতই সমালোচিত হন না কেন, কিং খানের সেই রোম‍্যান্টিক আন্দাজকে ভুলতে পেরেছেন কজন?

১৯৯৫ এ তৈরি হয়েছিল ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ (dilwale dulhania le jayenge)। শাহরুখ কাজল জুটির এই ক্লাসিক ছবি আজও সমান সমাদৃত সিনেপ্রেমীদের মধ‍্যে। সদ‍্য ২০ অক্টোবর যশরাজ ফিল্মস প্রযোজিত এই ছবির ২৬ বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে দর্শকদের জন‍্য এক দারুন সুখবর দিয়েছেন প্রযোজক আদিত‍্য চোপড়া।


নতুন রূপে ধরা দিতে চলেছেন রাজ-সিমরন। না, ছবি নয়। ব্রডওয়ে মিউজিক‍্যাল রূপে নতুন ভাবে রাজ সিমরনের প্রেমগাথা শোনাবেন আদিত‍্য চোপড়া। ‘কাম ফল ইন লভ, দ‍্য ডিডিএলজে মিউজিক‍্যাল’, এই নামই রাখা হয়েছে ব্রডওয়ে মিউজিক‍্যাল ড্রামাটির। পরিচালনা করবেন আদিত‍্য চোপড়া নিজেই। ব্রডওয়ে থিয়েটারে পরিচালক হিসেবে এটাই তাঁর অভিষেক।

মার্কিনি থিয়েটার জগতে ব্রডওয়ে থিয়েটারের ব‍্যাপক নামডাক। এখানে অভিনয় করা বা পরিচালনা করা যেকোনো অভিনেতা অভিনেত্রী বা পরিচালকের কাছে স্বপ্নপূরণের সমান। সোশ‍্যাল মিডিয়ায় এই সুখবর জানিয়ে আদিত‍্য চোপড়া লেখেন, তাঁর মনে হচ্ছে তিনি আবার ২৩ বছরে ফিরে গিয়েছেন। ওই বয়সেই ডিডিএলজে পরিচালনা করেছিলেন তিনি।


আদিত‍্য চোপড়া আরো লেখেন, ১৯৮৫ তে বাবা প্রখ‍্যাত পরিচালক যশ চোপড়া তাঁকে ও তাঁর ভাই উদয় চোপড়াকে নিয়ে গিয়েছিলেন প্রথম ব্রডওয়ে দেখাতে। ওই ছোট বয়সে মঞ্চের উপরে যা দেখেছিলেন, অবাক হয়ে গিয়েছিলেন আদিত‍্য চোপড়া। তাঁর মনে হয়েছিল এই মিউজিক‍্যাল থিয়েটার অনেকটা ভারতীয় সিনেমার মতোই।

আরো একটি অজানা তথ‍্য ফাঁস করেছেন আদিত‍্য চোপড়া। বলিউডে নয়, বরং হলিউডে তাঁর ডিডিএলজে বানানোর ইচ্ছা ছিল। শাহরুখের জায়গায় প্রথমে তিনি হলিউড অভিনেতাকে টম ক্রুজকে ভেবেছিলেন। কিন্তু তা আর হয়ে ওঠেনি। তার বদলে পরিচালক হিসেবে অভিষেক ছবিতেই হিন্দি সিনেমাকে তিনি উপহার দেন ডিডিএলজে।


আদিত‍্য চোপড়া জানিয়েছেন, গোটা বিশ্ব থেকেই অভিনেতা অভিনেত্রীদের বেছে নেওয়া হবে এই মিউজিক‍্যাল ড্রামার জন‍্য। সেই দায়িত্বে রয়েছে হলিউডের ডানকান স্টুয়ার্টের টিম এবং বলিউডের শানু শর্মা। সঙ্গীত পরিচালনা করবেন বিশাল শেখর। ২০২২-২৩ এ সান দিয়েগোর ওল্ড গ্লোব থিয়েটারে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ডিডিএলজে ব্রডওয়ে মিউজিক‍্যালের।

সম্পর্কিত খবর

X