বাংলা হান্ট ডেস্ক: অবশেষে সেই দিন উপস্থিত! চলতি বছরের অর্থাৎ ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ (Solar Eclipse) হচ্ছে সোমবার। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আজকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের জেরে চাঁদের ছায়ায় ঢাকা পড়ে যাবে সূর্য। এমতাবস্থায়, ওই সময়টিতে সূর্যের বাইরের অংশের আলো দেখা যাবে। এদিকে, এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করেছিলেন মহাকাশপ্রেমী থেকে শুরু করে বিজ্ঞানীরা। ঠিক এই আবহেই একটি বড় তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে যে, সূর্যগ্রহণের সময়ে পুরো বিষয়টি ভালোভাবে প্রত্যক্ষ করবে ISRO (Indian Space Research Organisation)-র পাঠানো আদিত্য-L1 (Aditya-L1)। আর এই কারণেই একদম সঠিক স্থানে রাখা হয়েছে সৌরযানটিকে।
জানা গিয়েছে যে, গ্রহণের সময়ে আদিত্য-L1-এর পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য বিজ্ঞানীদের সূর্যের ক্রোমোস্ফিয়ার এবং করোনা সম্পর্কে আরও ভালোভাবে গবেষণায় সহায়তা করবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সোমবার ভারতীয় সময় অনুযায়ী, রাত ৯ টা ১২ মিনিট ৩ সেকেন্ডে শুরু হবে সূর্যগ্রহণ। যেটি চলবে ভারতীয় সময় রাত ২ টো ২২ মিনিট ৩ সেকেন্ডে পর্যন্ত।
এদিকে, এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণটি ভারত থেকেই প্রত্যক্ষ করা যাবে বলে জানা গিয়েছে। এমতাবস্থায়, আগামী ২ অক্টোবর হতে চলেছে ২০২৪ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ। প্রসঙ্গত উল্লেখ্য যে, চলতি বছরের ৬ জানুয়ারি আদিত্য-L1 ল্যাগরেঞ্জ পয়েন্ট 1 (L1পয়েন্ট)-এ পৌঁছেছিল। উৎক্ষেপণের চার মাস পরই এই লক্ষ্যে পৌঁছে যায় সৌরযানটি। এদিকে, পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিমি দূরে স্থিত ওই ল্যাগরেঞ্জ পয়েন্ট থেকে সূর্যকে পর্যবেক্ষণ করার পাশাপাশি সূর্য সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্যই এই মিশনটি সম্পন্ন করে ISRO।
আরও পড়ুন: সঙ্কটে পড়েই বদলে গেল সুর! “জেদ ছেড়ে” ভারতের সাথে ব্যবসা শুরু করতে মরিয়া কাঙাল পাকিস্তান
ওই সৌরযানে রয়েছে মোট ছয়টি যন্ত্র। এমতাবস্থায়, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করার জন্য আদিত্য-L1 নিজের ৬ টি পেলোডের ২ টি ব্যবহার করবে। জানা গিয়েছে, আদিত্য-L1-এ স্থিত ভিজিবল এমিশন লাইন করোনাগ্রাফ এবং সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ ব্যবহার করেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করবে ওই সৌরযান।
আরও পড়ুন: টিম ইন্ডিয়ার “বাঘ” IPL-এর ৪ ম্যাচে “বিড়াল”, T20 বিশ্বকাপে এই প্লেয়ারের স্থান পাওয়া নিয়ে রয়েছে আশঙ্কা
কোথায় কোথায় দেখা যাবে: রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, বছরের এই প্রথম সূর্যগ্রহণ ভারত থেকে পরিলক্ষিত হবে না। এমতাবস্থায়, উত্তর আমেরিকার অধিকাংশ জায়গা থেকে শুরু করে হাওয়াই-সহ পলিনেশিয়া, মধ্য আমেরিকা, গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ডের মতো জায়গা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।