বিয়ের বছর ঘুরতেই বাড়ছে পরিবার, বাবা হতে চলার খবর জানালেন আদিত‍্য নারায়ণ

বাংলাহান্ট ডেস্ক: সপ্তাহ কয়েক আগেই প্রথম বিবাহ বার্ষিকী পালন করেছেন আদিত‍্য নারায়ণ (aditya narayan) ও শ্বেতা আগরওয়াল (narayan)। এবার বিবাহিত জীবনের আরো এক নতুন সফর শুরুর ঘোষনাও সেরে ফেললেন বলিপাড়ার এই জনপ্রিয় জুটি। মা হতে চলেছেন শ্বেতা। বেবি বাম্পের ছবি শেয়ার করে সোশ‍্যাল মিডিয়ায় সুখবর দেন শ্বেতা ও আদিত‍্য।

প্রেগনেন্সি ফটোশুটের একটি ছবি শেয়ার করেই ঘোষনা সেরেছেন তাঁরা। ছবিতে স্পষ্ট শ্বেতার বেবি বাম্প। স্ত্রীকে দুহাতে জড়িয়ে রয়েছেন আদিত‍্য। ক‍্যাপশনে সঞ্চালক লিখেছেন, ‘শ্বেতা ও আমি কৃতজ্ঞ আর আশীর্বাদধন‍্য এটা জানাতে পেরে যে আমরা আমাদের প্রথম সন্তানকে পৃথিবীতে আনতে চলেছি।’

aditya shweta expecting their first child
পোস্টের কমেন্ট শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে শ্বেতা ও আদিত‍্যর ইন্ডাস্ট্রির সহকর্মীদের। শুভ কামনা জানিয়েছেন সঞ্চালকের ঘনিষ্ঠ বন্ধু তথা গায়িকা নেহা কক্কর। শ্রেয়া ঘোষাল লিখেছেন, ‘বাহ! অনেক শুভেচ্ছা। কী দারুন খবর!’ অভিনেতা বিক্রান্ত মাসে মজার সুরে লিখেছেন, ‘বেবি নানুও আসছে, দারুন!’

https://www.instagram.com/p/CZGclahvlT4/?utm_medium=copy_link

শ্বেতার জন্মদিনের পরের দিনই সন্তান আগমনের সুখবর জানালেন আদিত‍্য। সম্প্রতি বিয়ের এক বছরের জন্মদিনও উদযাপন করেছিলেন দুজন। যুগলে একগুচ্ছ ছবি শেয়ার করে শ্বেতা লিখেছিলেন, ‘আমরা একসঙ্গে থাকলে চিরকালটাও যথেষ্ট নয়। আমাকে খুঁজে নেওয়ার জন‍্য ধন‍্যবাদ। প্রথম বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা আমার স্বামী আদিত‍্য নারায়ণ। তোমাকে ভালবাসি। আর সবাইকে ধন‍্যবাদ এত ভালবাসা ও শুভেচ্ছার জন‍্য।’

দীর্ঘদিন প্রেমের পর ২০২০ র ডিসেম্বরেই প্রেমিকা শ্বেতা আগরওয়ালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আদিত‍্য। করোনা আবহে বেশি আড়ম্বর ছাড়াই একটি মন্দিরে বিয়ে সেরেছিলেন উদিত নারায়ণ পুত্র। বিয়েতে উপস্থিত ছিলেন শুধুমাত্র দুই পরিবারের ঘনিষ্ঠ জনেরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর