নস্টালজিয়ার সমাপ্তি, দীর্ঘ ১৫ বছর পর সারেগামাপার সঞ্চালনা ছাড়লেন আদিত‍্য নারায়ণ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সা রে গা মা পা (SaReGaMaPa) ছাড়লেন আদিত‍্য নারায়ণ (Adi)। দীর্ঘ ১৫ বছরের সফরে ইতি টানলেন তিনি। সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করে সা রে গা মা পা ছাড়ার সিদ্ধান্ত ঘোষনা করেন আদিত‍্য। এখন থেকে তাঁকে ছাড়াই সেজে উঠবে এই সঙ্গীতের মহামঞ্চ।

বহু বছর ধরে সা রে গা মা পা পরিবারের সঙ্গে যুক্ত আদিত‍্য‌। প্রখ‍্যাত গায়ক উদিত নারায়ণের ছেলে হলেও গানের দুনিয়ায় তেমন নাম করতে পারেননি আদিত‍্য। সঞ্চালনাই তাঁকে নিজের পরিচয় তৈরিতে সাহায‍্য করেছিল। সা রে গা মা পার মঞ্চ আদিত‍্যকে ছাড়া যেন অসম্পূর্ণ। এতদিন পর তিনি শো ছাড়ার কথা ঘোষনা করায় মন খারাপ অনুরাগী ও দর্শকদেরও।


সোশ‍্যাল মিডিয়ায় আদিত‍্য লেখেন, ‘ভারী হৃদয় নিয়ে বিদায় জানাচ্ছি এমন একটা শোয়ের সঞ্চালনার দায়িত্বকে যেটা আমাকে নিজের পরিচিতি দিয়েছে, সা রে গা মা পা। ১৮ বছর বয়সের একজন তরুণ থেকে আজ একজন যুবক আমি, যার একজন সুন্দরী স্ত্রী ও ছোট্ট মেয়ে রয়েছে! ১৫ বছর, ৯ টা সিজন, ৩৫০ টি পর্ব। সময় সত‍্যিই বয়ে চলে।’

এতদিন পর্যন্ত সা রে গা মা পার বিচারকের আসনে বসা শিল্পীদের মধ‍্যে হিমেশ রেশমিয়া, অলকা ইয়াগনিক, সোনু নিগম, বিশাল ডাডলানি, শেখর, বাপ্পি লাহিড়ী, শঙ্কর মহাদেবন, শান, সাজিদ ওয়াজিদ, প্রীতম, নেহা কক্কর, মিকা সিংদের ধন‍্যবাদ জানিয়েছেন আদিত‍্য। কিন্তু কেন আচমকা শো ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি তা জানা যায়নি।

https://www.instagram.com/p/CazDHXxvMru/?utm_medium=copy_link

 

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি এক কন‍্যা সন্তানের জন্ম দেন আদিত‍্য নারায়ণের স্ত্রী শ্বেতা আগরওয়াল। মুম্বইয়ের এক নার্সিং হোমে সন্তানের জন্ম দেন তিনি। আদিত‍্য জানান, তাঁকে সবাই বলেছিল যে ছেলে হবে। কিন্তু মনে মনে তাঁর ইচ্ছা ছিল মেয়ের। আদিত‍্যর মনের ইচ্ছা পূরণ হয়েছে। তাঁর মতে, বাবা রা মেয়েদেরই মনের বেশি কাছাকাছি হন। তাই তাঁরও খুব মেয়ের শখ ছিল। বাবা মা হয়ে ভীষণ খুশি তিনি ও শ্বেতা।

X