ঘোড়ায় চড়ে নেহাকে বিয়ে করতে হাজির আদিত্য, ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক:  শেষমেষ বিয়েটা সেরেই ফেললেন আদিত্য নারায়ন ও নেহা কক্কর। সকলের সামনে টেলিভিশন শোতেই বিয়ে সারলেন তাঁরা। উপস্থিত ছিলেন পুরোহিত। আদিত্যের হাতে মঙ্গলসূত্র পরেই বিয়েের প্রস্তুতি নেহার।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে আদিত্য ও নেহার বিয়ের ভিডিও। রিয়েলিটি শোয়ের মঞ্চেই বিয়ে করতে দেখা গিয়েছে তাঁদের। ভিডিওতে দেখা গিয়েছে ঘোড়ায় চড়ে বিয়ে করতে হাজির হয়েছেন আদিত্য। অপরদিকে নেহার পরনেও বিয়ের সাজ। এদিকে শোয়ের বিচারক হিমেশ রেশমিয়ার স্ত্রী হাজির হন পুরোহিত নিয়ে। এই কাণ্ড দেখে সবাই হকচকিয়ে যান। পুরোহিত তারপর বললেন মঙ্গলসূত্র নিয়ে আসতে। তাঁর কথা অবাক হয়ে গিয়েছেন নেহাও।

প্রসঙ্গত, ১৩ তারিখেই একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল ইন্ডিয়ান আইডলের মঞ্চে বিয়ের সাজে নেহা ও আদিত্য দাঁড়িয়ে রয়েছেন। হাতে তাঁদের ফুলের মালা। মালাবদলেরই যে প্রস্তুতি নিচ্ছেন তাঁরা সেকথা ভিডিও দেখে বেশ স্পষ্ট। সঙ্গে উপস্থিত রয়েছেন শোয়ের অন্যান্য বিচারকরা ও প্রতিযোগীরাও। কিন্তু ভিডিওটা হঠাৎ করেই এখানে শেষ হয়ে যাওয়ায় এরপর কী হয় সেই উত্তর মেলেনি। আদৌ কী নেহা ও আদিত্যর বিয়ে হয়েছে নাকি পুরোটাই শোয়ের টিআরপি বাড়ানোর কৌশল সেকথা এখনই স্পষ্ট হয়নি।

প্রসঙ্গত, কিছুদিন শোনা গিয়েছিল নেহা ও আদিত্যের বিয়ে নাকি একেবারেই গুজব। আর একথা বলেছেন খোদ আদিত্যর বাবা উদিত নারায়ন! তাঁরা নাকি ছেলের বিয়ের ব্যাপারে কিছুই জানেন না। উদিতের আরও দাবি এই সবকিছুই নাকি ইন্ডিয়ান আইডলের টিআরপি বাড়ানোর ছক ছাড়া আর কিছুই নয়।

 

X