বাংলাহান্ট ডেস্ক: কঙ্গনা রানাওয়াতের (kangana ranawat) বিরুদ্ধে এবার সরব হলেন আদিত্য পাঞ্চোলি (aditya pancholi)। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে (sushant singh rajput) নেপোটিজমের অভিযোগ তুলে কঙ্গনা দাবি করেছিলেন, তাঁর কোনও অভিযোগ ভুল প্রমাণিত হলে তিনি পদ্মশ্রী (padmashree) ফিরিয়ে দেবেন। এবার তাঁর সেই কথার প্রসঙ্গ তুলেই আদিত্য পাঞ্চোলি কঙ্গনার পদ্মশ্রী ফিরিয়ে নেওয়ার দাবি করলেন।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আদিত্য পাঞ্চোলি সুশান্ত মামলায় সুরজ পাঞ্চোলির ভূমিকা নিয়ে মুখ খোলেন। তিনি সাফ জানান, একজনের জন্যই এসব হয়েছে। এক বোকার কথা বিশ্বাস করে সব সংবাদ মাধ্যম এই খবর নিয়ে তোলপাড় শুরু করে।
তিনি আরও বলেন, তাদের এজন্য বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় ট্রোলের জন্য কমেন্ট সেকশনও বন্ধ করে রেখেছেন সুরজ। এর আগেই অবশ্য আদিত্য পাঞ্চোলি ও তাঁর স্ত্রী জারিনা ওয়াহাব সাফ জানিয়েছিলেন, দিশা সালিয়ান বা সুশান্ত কারওর মৃত্যুর সঙ্গেই সুরজের কোনও যোগসূত্র নেই।
কঙ্গনার বিরুদ্ধেও সাক্ষাৎকারে তোপ দাগেন আদিত্য পাঞ্চোলি। তাঁর কথায়, কঙ্গনা প্রথম থেকেই দাবি করছেন এই মামলায় নেপোটিজম যোগ রয়েছে। তাঁর কোনও অভিযোগ মিথ্যে হলে পদ্মশ্রীও ফিরিয়ে দেবেন বলে জানিয়েছিলেন তিনি।
এখন স্পষ্ট জানা গিয়েছে নেপোটিজমের যোগ নেই সুশান্ত মামলায়। অভিনেতার বাবাও রিয়ায বিরুদ্ধে ৩০৬ ধারায় অভিযোগ দায়ের করেছেন। তাহলে এখন কথা মতো কঙ্গনার পদ্মশ্রী ফিরিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেন আদিত্য পাঞ্চোলি।
প্রসঙ্গত, এর আগে কঙ্গনা বলেছিলেন, “আমি যদি এমন কোনও কথা বলে থাকি যা প্রমাণ করতে পারব না বা যার জন্য সাধারন মানুষের কোনও সমস্যা হবে তাহলে আমি পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেব। আমি এমনটা বলছি না যে কেউ চেয়েছেন সুশান্তের মৃত্যু হোক। কয়েকজন চেয়েছেন তিনি সম্পূর্ণ বরবাদ হয়ে যান।”