জীবনেও করতে পারবেন না এই কাজ, সবটাই শাহরুখের জন‍্য! কিং খানের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ আদিত‍্যর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের উঠতি অভিনেতাদের মধ‍্যে অন‍্যতম আদিত‍্য শীল (Aditya Seal)। এখনো পর্যন্ত তেমন কোনো ছবিতে কাজ করতে না পারলেও মোটামুটি নাম কামিয়ে নিয়েছেন তিনি। উপরন্তু গত বছরেই প্রেমিকা অনুষ্কা রঞ্জনের সঙ্গে বিয়েও সেরে ফেলেছেন তিনি। বলিউডি কেরিয়ার ধীরে ধীরে গোছাচ্ছেন আদিত‍্য।

অনেকেই জানেন না, অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছেন আদিত‍্যও। মনীষা কৈরালার ছবি ‘এক ছোটি সি লভস্টোরি’তে শিশুশিল্পী হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন আদিত‍্য। এরপর তুম বিন ২, স্টুডেন্ট অফ দ‍্য ইয়ার ২, ইন্দু কি জওয়ানির মতো ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।


এহেন আদিত‍্য সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খানের (Shahrukh Khan) সম্পর্কে মুখ খুলেছেন। আর খুলেই বিষ্ফোরক দাবি করেছেন তিনি। কিং খানের জন‍্য একটি কাজ আর কোনোদিন করতে পারবেন না বলে জানান আদিত‍্য। আর সেটা হল অনস্ক্রিন রোম‍্যান্স।

কিন্তু এমন কথা কেন বললেন আদিত‍্য? আসলে তাঁর কথায়, শাহরুখ অনেক ছবিতে কাজ করেছেন, অনেক চরিত্রে অভিনয় করেছেন ঠিকই। কিন্তু তিনি সবথেকে বেশি জনপ্রিয় রোম‍্যন্টিক চরিত্রে অভিনয়ের জন‍্য। আদিত‍্যর মতে, শাহরুখ একটা মাইলফলক তৈরি করেছেন রোম‍্যান্টিক ছবির ক্ষেত্রে, যেটা টপকানো সম্ভব ধয়। এমনি এমনি তাঁকে রোম‍্যান্সের বাদশা বলা হয় না।

আদিত‍্য বলেন, “শাহরুখ খান যে গভীরতার সঙ্গে রোম‍্যান্টিক চরিত্র করেন তা অন‍্য কারোর পক্ষে সম্ভব নয়। আর শুধু পর্দায় নয়, বাস্তবেও অভিনেতার চোখের দিকে তাকালে মনে হয় হারিয়ে যাই। কিছু তো আছে ওঁর মধ‍্যে।”

আদিত‍্য আরো বলেন, “শাহরুখ অনস্ক্রিন রোম‍্যান্সকে এতটাই উঁচু পর্যায়ে তুলে দিয়েছেন যে সেখানে অন‍্য কোনো অভিনেতার পক্ষে পৌঁছানো সম্ভব নয়। শাহরুখ অনেক রোম‍্যান্টিক চরিত্রে অভিনয় করেছেন কিন্তু রাজ চরিত্রটি আইকনিক হয়ে রয়ে গিয়েছে। এখানেই উনি সবাইকে মিত দিয়ে দিয়েছেন। আর এই কারণেই আমি রোম‍্যান্টিক চরিত্র সাধারণত করি না।”

সম্পর্কিত খবর

X