বাংলা হান্ট ডেস্ক : অক্টোবরেই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। এবারের বিধানসভা নির্বাচনে অন্যতম নজির হয়েছে বিজেপি শিবসেনা জোট। তবে এবার বিধানসভা নির্বাচনে মাস্টারস্ট্রোক দিতে চলেছে শিবসেনা। দীর্ঘ পাঁচ দশক পর ঠাকরে পরিবার থেকে এবার নির্বাচনে লড়াইকরতে চলেছেন শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে। যদিও দীর্ঘদিন ধরেই তার নির্বাচনে লড়াই করা নিয়ে একটা জল্পনা ছিলই। কিন্তু সেই জল্পনার অবসান ঘটালেন স্বয়ং শিবসেনা প্রধান। জানা গিয়েছে মুম্বাইয়ের ওরলি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়াই করবেন তিনি।
1966 সালে শিবসেনা দল তৈরি করা হলেও এখনও অবধি ঠাকরে পরিবারের কেউ নির্বাচনে লড়াই করেননি। তবে এবার আদিত্যই ইতিহাস গড়ার পথে এগোচ্ছেন। সুনীল শিন্ডের বিধানসভা কেন্দ্রে প্রার্থী হবেন আদিত্য। এই কেন্দ্রে যেহেতু প্রাক্তন এনসিপি নেতা এখন শিবসেনা দলে নাম লিখিয়েছে তাই আদিত্যর জন্য জয় আরও সহজতর হয়ে উঠবে বলেই সম্ভাবনা প্রকাশ করা হয়েছে।
ঠাকরের পরিবারের সদস্যরা শুধু নির্বাচনে লড়াই করেননি এমনটা নয়, কোনো সাংবিধানিক পদেও কাজ করতে দেখা যায় নি তাঁদের পরিবারের সদস্যদের। তাই আদিত্যের দিকে তাকিয়ে রয়েছে ঠাকরে পরিবার। যদি আদিত্য জয়ী হয়ে সেক্ষেত্রে একদিকে যেমন প্রথম ঠাকরে পরিবারের সদস্য নির্বাচনে লড়াই করবেন তেমনি প্রথমবারই বাজিমাত করার ইতিহাস রচনা হবে।
যদিও এর আগে বিধানসভা নির্বাচনে রাজ ঠাকরে নির্বাচনে লড়াই করার কথা ঘোষনা করেছিলেন। কিন্তু তিনি পরে সিদ্ধান্ত থেকে সরে আসেন। আর এরপর এবারের বিধানসভায় পাকাপাকি ভাবেই একজন ঠাকরে সদস্য নাম লেখালেন। একদিকে এবারে বিজেপি ও শিবসেনা জোট আবার অন্যদিকে ঠাকরের সদস্য নামছে নির্বাচনে। দুই মিলিয়ে এবারের বিধানসভা ভোট যে জমে উঠবে তা বোঝাই যাচ্ছে।