বাংলা হান্ট ডেস্কঃ পয়গম্বরকে নিয়ে প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল হয়ে রয়েছে দেশের রাজনীতি। বিশ্বের একাধিক দেশ যখন ভারত বয়কটের ডাক দিয়ে চলেছে, সেই মুহূর্তে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ এবং আন্দোলনের চিত্র সামনে উঠে আসছে। রাস্তায় রাস্তায় মানুষের প্রতিবাদের চিত্র ক্রমশ বৃহত্তর হয়ে উঠছে।
এই বিতর্ককে কেন্দ্র করেই গতকাল জম্মু ও কাশ্মীরের ভাদেরওয়াহতে সৃষ্টি হল এক উত্তেজক পরিবেশ। জানা গিয়েছে যে, মসজিদ থেকে উস্কানিমূলক ভাষণ দেওয়ার পর পরিস্থিতি গরম হয়ে ওঠে। এরপর গভীর রাত পর্যন্ত রাস্তায় প্রতিবাদ দেখিয়ে চলে মানুষ। এমনকি সেই পরিস্থিতি শেষ পর্যন্ত এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে বিশাল পুলিশ বাহিনী পর্যন্ত নামানো হয়।
বর্তমানে এই ঘটনায় গোটা এলাকার বুকে কারফিউ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে চেনাব উপত্যকা, কিশতবার এবং রামবনের একাধিক প্রান্তে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। আন্দোলন পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে সকলকে ঘরের ভিতরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বক্তব্যের প্রতিবাদে গতকাল এক সম্প্রদায়ের মানুষ বিক্ষোভ দেখানো শুরু করে। অপরদিকে বিরোধী পক্ষের কিছু লোকেরাও তাদের বিরুদ্ধে রাস্তায় নামে এবং এই দুই গোষ্ঠী একে অপরের মুখোমুখি হয়ে গেলে শুরু হয় বিতর্ক। পরবর্তীকালে সেই পরিস্থিতি জটিল হয়ে ক্রমশ সংঘর্ষের পরিবেশ সৃষ্টি করে। এরপরই সেখানে উপস্থিত হয় বিশাল বাহিনী পুলিশ এবং তৎক্ষনাত গোটা এলাকায় কারফিউ ঘোষণা করা হয়।
বিক্ষোভকারীদের দাবি, নূপুর শর্মার পাশাপাশি অপর এক সাংবাদিক তার এই মন্তব্যকে সমর্থন জানান। ফলে তাদের সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত তারা রাস্তা থেকে উঠবে না। যদিও বর্তমানে প্রশাসন দ্বারা তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, তবে ভবিষ্যতে তা কতটা কার্যকর হবে তা স্পষ্ট নয়। সম্পূর্ণ ঘটনার পরেই এদিন বিজেপি সাংসদ জিতেন্দ্র সিং বলেন, “ভাদেরওয়াহতে বর্তমানে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি তাদের সকলকে বলতে চাই, আপনারা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করুন। শান্তির পরিবেশ যেন এক্ষেত্রে বজায় থাকে।”