বাংলাহান্ট ডেস্ক : কাশ্মীরে হত্যাকান্ডের জেরে ফুঁসে উঠতে দেখা গিয়েছে দেশের বিনোদন জগৎকে। বিশেষ করে বলিউডের বহু অভিনেতা অভিনেত্রী ক্ষোভ উগরে দিয়েছেন এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে। জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছে ২৬ জনের। আহত হয়েছেন আরো। এই আবহে একাধিক তারকা বাতিল করেছেন অনুষ্ঠান। অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল বাতিল করেছেন কনসার্ট। আরিয়ান খান বাতিল করেছেন পার্টি। কিন্তু এর মধ্যেও কলকাতায় শো রয়েছে গায়ক আদনান সামির (Adnan Sami)। এবার সেই শো বয়কটের ডাক উঠল নেটপাড়ায়।
কলকাতায় কনসার্ট রয়েছে আদনান সামির (Adnan Sami)
বুক মাই শো থেকে জানা যাচ্ছে, ২৭ শে এপ্রিল কলকাতায় শো করতে আসছেন আদনান (Adnan Sami)। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রয়েছে কনসার্ট। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেকেই এই শোয়ের বিরোধিতা করেছেন। সোশ্যাল মিডিয়ায় আদনানের (Adnan Sami) শো বয়কটের ডাক দিতে দেখা গিয়েছে নেটিজেনদের একাংশকে।
বয়কটের দাবি নেটিজেনদের: বর্তমানে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন আদনান (Adnan Sami)। কিন্তু জন্মসূত্রে তিনি পাকিস্তানি। সেই প্রসঙ্গ তুলেই শো বয়কটের ডাক দিয়েছেন কয়েকজন। আবার অনেকের বক্তব্য, অরিজিৎ, শ্রেয়ার মতো তারকারা কনসার্ট বাতিল করেছেন। এমন পরিস্থিতিতে আদনান কনসার্ট করছেন কী করে?
আরো পড়ুন : বাংলার পাশেই ‘গোপন’ ঘাঁটি, জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে তলে তলে চলছিল এই সব! ধরা পড়তেই ‘ফাঁস’ বিষ্ফোরক তথ্য
সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ আদনানকে: এদিকে তাঁর ভারতীয় নাগরিকত্ব নিয়েও খোঁচা খেতে হয়েছে আদনানকে। পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ হুসেন, ‘আদনান সামির কী হবে? তিনি ভারত ছাড়বেন না?’ প্রাক্তন পাক মন্ত্রীর কটাক্ষে পালটা দিয়েছেন আদনান (Adnan Sami)। ব্যাঙ্গাত্মক সুরে তিনি লিখেছেন, ‘এই অশিক্ষিতদের সত্যিটা কে বোঝাবে?’ তবে এখানেই থেমে যায়নি কটাক্ষ। ‘পাকিস্তানের চর’ বলে কটাক্ষ করা হয়েছে গায়ককে। আরো ধুনো দিয়ে আরেক পাক নেটনাগরিক লিখেছেন, ‘আদনান ভাই আপনি ভুলেও এখন পাকিস্তানে আসবেন না। ফাওয়াদ হুসেনের কথা বাদ দিন। আপনাকে কিন্তু ভারতের খবর জোগাড় করতে হবে’।
আরো পড়ুন : পহেলগাঁও হামলার পরেই শুরু ‘অ্যাকশন’, আটক ১০০০ এরও বেশি বাংলাদেশি, প্রত্যেকের কাছে বাংলার ভুয়ো নথি!
হিন্দি ছবিতে একাধিক সুপারহিট গান গেয়েছেন আদনান। বলিউডে তাঁর জনপ্রিয়তা ছিল চড়া। ভারতের প্রতি ভালোবাসা থেকে নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। ২০১৬ তে নাগরিকত্ব পান তিনি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অস্বস্তিকর অবস্থায় পড়েছেন আদনান। এবার কলকাতায় তাঁর কনসার্ট শেষ পর্যন্ত হয় কিনা সেটাই দেখার অপেক্ষা।