‘ভারতীয়রা তোমাদেরই পূর্বপুরুষ, সম্মান দিয়ে কথা বলো’, সোশ‍্যাল মিডিয়ায় পাকিস্তানিকে ধুয়ে দিলেন আদনান সামি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জন্মসূত্রে পাকিস্তানি হলেও চার বছর আগেই ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন গায়ক আদনান সামি (adnan sami)। এখন তিনি পুরোদস্তুর ভারতীয় নাগরিক। তবে সোশ‍্যাল মিডিয়ায় প্রায়ই নেটিজেনের একাংশের নিশানায় থাকেন তিনি। বিশেষত পাকিস্তানি নেটজনতা প্রায়ই কটাক্ষ করে আদনানকে। উত্তরে গায়কও পাল্টা তোপ দাগতে ছাড়েন না।


সম্প্রতি ফের এক পাকিস্তানির ভারতীয়দের উদ্দেশে করা অসম্মানজনক মন্তব‍্যের প্রত‍্যুত্তরে পাল্টা দিলেন আদনান সামি। সম্প্রতি নিজের টুইটার হ‍্যান্ডেলে একটি টুইট করেন গায়ক। বাড়িতে স্ত্রী রোয়ার বানানো নিহারির ছবি শেয়ার করেন তিনি। সেই টুইটের উত্তরে এক পাকিস্তানি কমেন্ট করে, ‘পাকিস্তানের জাতীয় খাবার খাওয়ার জন‍্য আপনাকে ধন‍্যবাদ।’

উত্তর দিতে দেরি করেননি আদনান সামি। তিনি লেখেন, ‘এটা উত্তর প্রদেশের রান্না এবং লখনউতে এর উৎপত্তি। অর্থাৎ পাকিস্তানের জাতীয় খাবার হিসাবে তোমরা আসলে ভারতীয় খাবার খাও। ঠিক যেমন উর্দুও আসলে ভারতেরই।’

ফের অপর এক পাকিস্তানি কমেন্ট করে, ‘পাকিস্তানের বেশ কিছু জনপ্রিয় জিনিস আসলে ভারতীয় আবার ভারতে বছশ।কিছু জনপ্রিয় জিনিস পাকিস্তানি। আসলে কিছু বছর আগে পর্যন্ত ভারত ও পাকিস্তান তো একই দেশের অংশ ছিল।’ এর উত্তরে গায়ক লেখেন, ‘পাকিস্তানের শিকড় বলে কিছু হয় না। সবই ভারতীয়।’

সামির এই উত্তরেই ক্ষেপে যান পাকিস্তানি নেটিজেনরা। একজন লেখেন, ভারতীয়রা ৫ হাজার বছর ধরে অন‍্যের দাসত্ব করছে। পাকিস্তানের সঙ্গে ভারতের কোনও তুলনা হয় না। এর উত্তরে গায়ক পাল্টা লেখেন, ‘এই ভারতীয়রা আসলে তোমাদের পূর্বপুরুষ‍। সম্মান জানিয়ে কথা বলো। মা বাবা কিভাবে কথা বলতে হয় শেখায়নি?’

প্রসঙ্গত, ২০১৬ তেই ভারতের নাগরিকত্ব গ্রহণ করেন বলিউড গায়ক আদনান সামি। শুধু তাই নয়, ২০২০র প্রথমেই পদ্মশ্রী পুরস্কারও পান তিনি।

সম্পর্কিত খবর

X