বাংলাহান্ট ডেস্ক: ভারতকে ভালবেসে যে কজন পাকিস্তানি শিল্পী এদেশে চলে এসেছেন এবং পাকাপাকি ভাবে থেকে গিয়েছেন তাদের মধ্যে অন্যতম আদনান সামি (Adnan Sami)। বলিউডের একজন নামী এবং সফল গায়ক তিনি। ভারতীয় নাগরিকত্ব নিয়ে এদেশেরই বাসিন্দা হয়ে গিয়েছেন আদনান। কিন্তু কোন পরিস্থিতিতে পাকিস্তান ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি, বিষ্ফোরক তথ্য ফাঁস করলেন গায়ক।
ব্রিটিশ যুক্তরাষ্ট্রে জন্ম হয়েছিল আদনানের। তাঁর বাবা ছিলেন একজন পাকিস্তানি। কিন্তু তিনি নিজে বরাবর পাকিস্তানের বিরুদ্ধেই সরব হয়ে এসেছেন। কিন্তু কেন প্রতিবেশী রাষ্ট্রের উপরে এত ক্ষোভ আদনানের? কেন নিজের দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছিলেন তিনি? অবশেষে এক বিষ্ফোরক অভিযোগ করলেন আদনান।
একটি টুইটে নিজের ছবি এবং একটি বড়সড় বার্তা দিয়েছেন বলিউড গায়ক। সেখানে লেখা, ‘অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, পাকিস্তানের উপরে এত বিদ্বেষ কেন আমার। কিন্তু কঠিন সত্যটা হল, পাকিস্তানের বাসিন্দাদের উপরে আমার কোনো বিদ্বেষ নেই যারা আমার সঙ্গে খুব ভাল ব্যবহার করেছেন। আমাকে যারাই ভালবাসেন আমিও সবাইকে ভালবাসি।’
এরপরেই তিনি কার্যত বোমা ফাটান। আদনান বলেন, পাকিস্তানের প্রশাসনকে নিয়েই যত সমস্যা। যারা তাঁকে জানেন তারা এটাও জানেন যে বছরের পর বছর ধরে তাঁর সঙ্গে কী দুর্ব্যবহার করেছে ওই দেশের সরকার। তাঁর পাকিস্তান ছাড়ার নেপথ্যে এটা একটা বড় কারণ ছিল বলেও জানান আদনান।
— Adnan Sami (@AdnanSamiLive) November 14, 2022
সবশেষে গায়ক আরো জানান, একদিন না একদিন তিনি পাকিস্তানের আসল সত্যিটা প্রকাশ্যে আনবেনই। তিনি ঠিক ফাঁস করবেন তাঁর সঙ্গে পাক সরকার কী ব্যবহার করেছিল। সঙ্গে তিনি আরো দাবি করেছেন, আসল কথাগুলো জানতে পারলে তা অনেককে চমকে দেবে। সঠিক সময়ে সবটাই জানাবেন তিনি। প্রসঙ্গত, ২০১৬ তে ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন আদনান।