বাংলাহান্ট ডেস্ক : ভারত পাকিস্তান উত্তেজনার প্রশমন হতেই পদোন্নতি হয়েছে পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের। এক লাফে ফিল্ড মার্শাল পদে উন্নীত হয়েছেন তিনি। মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিবৃতি জারি করে এই খবর জানানো হয়েছে। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চায় আসিম মুনির। লাগাতার ট্রোলের শিকার হয়ে চলেছেন তিনি। আর এবার সঙ্গীতশিল্পী আদনান সামিও (Adnan Sami) কটাক্ষ করতে ছাড়লেন না তাঁকে।
পাকিস্তানি সেনাপ্রধান আসিম মুনিরকে কটাক্ষ আদনানের (Adnan Sami)
একসময়ের পাক নাগরিক হলেও বেশ কয়েক বছর আগে ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন আদনান (Adnan Sami)। তারপর থেকে সময় সুযোগ পেলেই বিভিন্ন বিষয়ে পাকিস্তানকে কটাক্ষ শানাতে দেখা গিয়েছে তাঁকে। এবার মুনিরও বাদ গেলেন না আদনানের বক্রোক্তি থেকে। এমনকি পরোক্ষে তাঁকে ‘গাধাদের সর্দার’ বলেও কটাক্ষ করেছেন গায়ক।
কী লিখলেন গায়ক: সোশ্যাল মিডিয়ায় একটি সিনেমার দৃশ্যের ভিডিও শেয়ার করেছেন আদনান (Adnan Sami)। সেখানে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, ‘আমাকে আপনাদের সর্দার বানানোর জন্য আমি খুশি। মানুষ হওয়া সত্ত্বেও আমি বিশ্বের সমস্ত গাধাদের, সমস্ত পশুদের অধিকার রক্ষা করব’। ভিডিওটি শেয়ার করে আদনান লিখেছেন, ‘ফিল্ড মার্শাল হওয়ার পর পাকিস্তান সরকারের প্রতি জেনারেল আসিম মুনিরের ভাষণ’।
আরো পড়ুন : ভারতীয় সেনার কাছে মার খেয়েও পদোন্নতি, সটান ফিল্ম মার্শাল হলেন আসিম মুনির! পহেলগাঁও হামলার পুরস্কার?
আগেও করেছেন সমালোচনা: এর আগেও পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ হুসেনের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন আদনান (Adnan Sami)। পহেলগাঁও হামলার পর পাকিস্তানিদের নির্দিষ্ট সময়ের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সে সময় প্রাক্তন পাক মন্ত্রী কটাক্ষ করেছিলেন, ‘আদনান সামির কী হবে? তিনি ভারত ছাড়বেন না?’ প্রাক্তন পাক মন্ত্রীর কটাক্ষে পালটা দিয়েছিলেন আদনান (Adnan Sami)। ব্যাঙ্গাত্মক সুরে তিনি লিখেছিলেন, ‘এই অশিক্ষিতদের সত্যিটা কে বোঝাবে?’
General #AsimMunir ’s Acceptance Speech addressed to the Government of Pakistan as his audience after being made FIELD MARSHAL!! pic.twitter.com/GEltVI8GCH
— Adnan Sami (@AdnanSamiLive) May 20, 2025
আরো পড়ুন : জলসায় নতুন মেগার ছড়াছড়ি, লম্বা বিরতির পর ছোটপর্দায় ফিরছেন এই জনপ্রিয় নায়ক
প্রসঙ্গত, গায়ক হিসেবে ভারতীয়দের কাছে আদনানের জনপ্রিয়তা দীর্ঘদিনের। হিন্দি ছবিতে একাধিক সুপারহিট গান গেয়েছেন তিনি। ভারতের প্রতি ভালোবাসা থেকে নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। ২০১৬ তে নাগরিকত্ব পান তিনি। পরবর্তীতে পাকিস্তানের বিরুদ্ধে বহুবার মুখ খুলতে দেখা গিয়েছে আদনানকে।