হিটলারের প্রেমে পাগল! এমনকি এঁকে ফেলেন তাঁর হস্তমৈথুনের চিত্রও! শেষমেশ যা হয়েছিল আর্টিস্টের…

বাংলাহান্ট ডেস্ক : বিশ্ব রাজনীতির ইতিহাসে এক কালো অধ্যায়ের নায়ক ছিলেন অ্যাডলফ হিটলার (Adolf Hitler)। জার্মানির এই স্বৈরশাসক শুধু নিষ্ঠুর রাজনৈতিক দর্শনের বিশ্বাসী হিসেবে নয়, লক্ষ লক্ষ ইহুদীকে হত্যা করার রক্ত লেগে রয়েছে তাঁর হাতে। বিশ্ব ইতিহাসের পাতায় হিটলার এক কলঙ্কিত অধ্যায়।

অ্যাডলফ হিটলারের (Adolf Hitler) উদ্দেশ্যে আঁকা ছবি

তবে রাজনৈতিক পরিসরের পাশাপাশি, হিটলারের (Adolf Hitler) ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছে একাধিক কাহিনী। জানা যায়, নিষ্ঠুর এই স্বৈরশাসকের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন এক চিত্রশিল্পী। তিনি হিটলারের প্রেমে এতটাই অন্ধ ছিলেন যে এঁকে ফেলেন হিটলারের হস্তমৈথুনের চিত্রও!

Salvador Dalí – Hitler Masturbating (1973)
byu/Zagrobelny inmuseum

সালভাদর ডালি (Salvador Dali) অধিবাস্তববাদী ছবি আঁকার জন্য সুপরিচিত ছিলেন। তবে জীবনে তিনি একাধিক এমন কিছু কাজের সাথে যুক্ত হয়ে পড়েছিলেন যার জন্য তাঁকে প্রবল সমালোচনার মুখেও পড়তে হয়। এই চিত্র শিল্পীর সম্পর্কে বলতে গিয়ে অনেক ঐতিহাসিক বলেছেন, সালভাদর ডালি অর্থের কাঙাল ছিলেন। এমনকি রেস্তোরাঁয় খাওয়ার পর বিল না মেটানোর মতো অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

আরোও পড়ুন : ছিলেন শিশুভিক্ষুক, হলেন চিকিৎসক!এও কী সম্ভব? অভাবকে হেলায় হারিয়ে বেনজির কীর্তি এই তরুণীর

জানা যায়, এই অর্থ কাঙাল চিত্রশিল্পী (Artist) প্রেমে পড়েছিলেন জার্মানির স্বৈরশাসক হিটলারের। তারপর তিনি একাধিক হিটলারের পরাবাস্তব ছবি আঁকতে শুরু করেন।  ‘এনিগমা অব হিটলার’ অর্থাৎ প্রহেলিকাচ্ছন্ন হিটলার এবং ‘হিটলার মাস্টারবেটিং’ অর্থাৎ হিটলারের হস্তমৈথুন নামক দুটি ছবি এঁকে রাতারাতি লাইমলাইটে চলে আসেন সালভাদর।

আরোও পড়ুন : পাকিস্তানি সিরিয়ালের সঙ্গে বাংলার তুলনা, ছোটপর্দায় ভুল হচ্ছে কোথায়? সুদীপা বললেন, ‘শাঁখা সিঁদুরের দিব্বি দিয়ে…’

চিত্রশিল্পী ডালি তাঁর এক বন্ধুকে লেখা চিঠিতে হিটলারের সম্পর্কে বলতে গিয়ে লেখেন,  “ঘুমিয়ে থাকার সময় আমি হিটলারের স্বপ্ন দেখি। তিনি নারী রূপে আমার কাছে এসে ধরা দেন। তাঁদের উজ্জ্বল গৌর বর্ণ আমাকে পাগল করে তোলে। হিটলার আমার কাছে সেই নারী যে আঘাত পেতে ভালোবাসে। বিছানায় যে আনন্দের জন্য বেদনা পেতে চায়।”

Adolf Hitler

হিটলার এই ছবিগুলি সম্পর্কে আদৌ জানতেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। তবে এমন কাজের জন্য জার্মানিতে (Germany) প্রবল সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল এই চিত্রশিল্পীকে। এমনকি জার্মানি ছেড়ে তাঁকে আশ্রয় নিতে হয়েছিল আমেরিকায়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এই শিল্পী।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর