ক্রুশাল অতীত, অদ্রিজার জীবনে নতুন মানুষ! কার সঙ্গে ছুটি কাটাচ্ছেন বিদেশে?

বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দার অতি পরিচিত মুখ অদ্রিজা রায় (Adrija Roy)। বাংলা সিরিয়াল, সিনেমায় অভিনয়ের পর বেশ অনেকদিন আগেই তিনি পাড়ি জমিয়েছিলেন মুম্বইতে। বর্তমানে হিন্দি সিরিয়ালে চুটিয়ে অভিনয় করছেন অদ্রিজা (Adrija Roy)। তার মাঝেই ছোট বিরতি নিয়ে তিনি উড়ে গিয়েছেন বিদেশে। ছুটি কাটাচ্ছেন বালিতে। কিন্তু তাঁর সঙ্গে গিয়েছেন কে?

নতুন সম্পর্কে জড়ালেন অদ্রিজা (Adrija Roy)?

অদ্রিজার (Adrija Roy) শেয়ার করা ছবিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছে এক বান্ধবীকে। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে অদ্রিজার সঙ্গে বিমানবন্দরে দেখা গিয়েছে তাঁর সিরিয়ালের নায়ক পারস কালনাওয়াতকে। তবে কি অনস্ক্রিন নায়কের সঙ্গেই ঘুরতে গিয়েছেন অদ্রিজা (Adrija Roy)? বাস্তবেও দুজনের মধ্যে বদলাল সম্পর্কের সমীকরণ?

Adrija Roy is reportedly in vacation with this person

নায়কের সঙ্গেই বিদেশ ভ্রমণ অভিনেত্রীর: অদ্রিজা (Adrija Roy) অবশ্য হেসেই উড়িয়ে দিয়েছেন এমন সম্ভাবনা। সংবাদ মাধ্যমকে তিনি জানান, টার্মিনাল ২ থেকে কাছাকাছি সময়ে বিমান ছিল তাঁর এবং পারসের। তাই টার্মিনালে একসঙ্গে ছবি তুলেছেন তাঁরা। তারপর সেখান থেকে যে যাঁর গন্তব্যে চলে গিয়েছেন। অদ্রিজা (Adrija Roy) বলেন, পারস ছুটি নিয়েছিলেন জন্মদিন উপলক্ষে। যেহেতু নায়ক বা নায়িকা কেউ একজন উপস্থিত না থাকলে দুজনের অংশের শুটিং স্থগিত থাকে। তাই অদ্রিজাও ছুটি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছেন।

আরো পড়ুন : মেয়েদের জন্য চাই সুপাত্র, খবরের কাগজে বিজ্ঞাপন দিলেন পিসি সরকার জুনিয়র! সত্যি নাকি ম্যাজিক?

পারসকে নিয়ে মুখ খুললেন অদ্রিজা: পারসের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে অদ্রিজা (Adrija Roy) স্পষ্টই বলেন, তাঁরা দুজনেই খুব ভালো বন্ধু। দুজনেই সম্পর্কে জড়াতে চান। তবে আলাদা আলাদা মানুষের সঙ্গে। কিন্তু মনের মতো কাউকে পাচ্ছেন না। অভিনেত্রী এও বলেন, তিনি এমন কাউকে চান যিনি বিনোদন জগতের মানুষ হবেন না।

আরো পড়ুন : এক মাসে রেকর্ড ব্যবসা, বাংলার বাইরেও দাপট ‘বহুরূপী’র, কত কোটি এল ঝুলিতে?

প্রসঙ্গত, বিনোদন জগতে কখন যে কোন সম্পর্ক টেকে আর কোনটা ভাঙে তার হদিশ আমজনতা রাখতে পারে না। একসঙ্গে কাজ করতে গিয়ে অনেক অভিনেতা অভিনেত্রীই জড়িয়ে পড়েন সম্পর্কে। যদিও তাদের মধ্যে শেষ পর্যন্ত টিকে থাকে হাতে গোনা কয়েকটি সম্পর্কই। শোনা যায়, এর আগে ক্রুশাল আহুজার সঙ্গে সম্পর্কে ছিলেন অদ্রিজা। কিন্তু তা টেকেনি। বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলেছিলেন অভিনেত্রী। কিন্তু প্রাক্তনের নাম প্রকাশ্যে আনেননি তিনি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর