বাংলাহান্ট ডেস্ক: মিষ্টিপ্রেমী বাঙালির কাছে এতটুকুও জনপ্রিয়তা কমেনি ‘মিঠাই’ এর। বরং কয়েক মাস ধরে টিআরপি শীর্ষে নিজের জায়গাটা পাকা করে রেখেছে মোদক পরিবার। সিড মিঠাইয়ের দুষ্টুমিষ্টি রোম্যান্সের পাশাপাশি সিরিয়ালের অধ্য চরিত্রগুলিকেও ভালবেসে ফেলেছে দর্শকরা। আর তাদের মধ্যে অন্যতম মিঠাইয়ের দুই ননদ শ্রীতমা এবং নীপা।
প্রথম থেকেই মিঠাইয়ের প্রতি তাদের ভালবাসা, সম্মান মন জয় করে নিয়েছে সকলের। একটু ভারিক্কি মেজাজের শ্রী এবং হাসিখুশি নীপা দুজনেই কিন্তু দাদাভাই সিডকে ভয় পেলেও ভালোওবাসে খুব। আর সিদ্ধার্থও মিঠাইয়ের ছোঁয়ায় বদলে যাচ্ছে ধীরে ধীরে। বোনদের প্রতি সে যে কতটা দায়িত্ববান তা অনেকবার প্রমাণিত হয়েছে সিরিয়ালে।
এক্ষেত্রে বাস্তবেও কিন্তু একেবারেই সিদ্ধার্থের মতোই অভিনেতা আদৃত রায় (Adrit roy)। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বোন নীপা অর্থাৎ অভিনেত্রী ঐন্দ্রিলা সাহাকে (oindrila saha) পাশে নিয়ে প্রশংসায় ভরিয়ে দিলেন আদৃত। জানালেন, ক্যামেরার সামনে খুবই সাবলীল অভিনয় করেন ঐন্দ্রিলা।
আসলে অফস্ক্রিনেও একদমই নীপার মতোই সরল তিনি। তাই সেটাই ফুটে ওঠে তাঁর অভিনয়ে। আর বোন ঐন্দ্রিলার অভিনয়ের বড় ভক্ত আদৃত। তবে এদিন নীপাকে নকল করেও দেখান সিড। ডান্স বাংলা ডান্সে ছোট্ট ঐন্দ্রিলার কথা বলার ধরন নকল করে দেখান আদৃত।
ঐন্দ্রিলার কথায়, সেটে বেশ ‘বাঁদরামি’ও করেন তিনি। কিন্তু সবথেকে ছোট সদস্য হওয়ার সুবাদে কেউই তাঁকে তেমন বকাবকি করেন না। বিশেষত ‘দাদাভাই’ আদৃত তো বোনের কোনো দোষই দেখতে পান না। তবে একা ঐন্দ্রিলা নন, আদৃত জানালেন শ্রী অর্থাৎ দিয়া মুখোপাধ্যায়ের অভিনয়েরও ভক্ত তিনি। সিডের মতোই বাস্তবেও দুই বোনের প্রতি খুব প্রোটেকটিভ তিনি। অভিনেতার কথায়, “ছোট থেকেই বোনের শখ ছিল আমার। জি বাংলা আমাকে দুজন বোন দিয়েছে।”