শুটিংয়ে যেতে না পারায় মন খারাপ ঐন্দ্রিলার, নীপাকে দেখতে তাঁর বাড়িতে হাজির সিড-শ্রী-রাতুলরা

বাংলাহান্ট ডেস্ক: পায়ে চোট পেয়ে বেশ কিছুদিন ধরেই বাড়িতে বসে রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা (oindrila saha)। জি বাংলার ‘মিঠাই’ (mithai) পরিবারের সবথেকে ছোট সদস‍্য নীপার চরিত্রে অভিনয় করছেন তিনি। কিন্তু প্লাস্টার করা পা নিয়ে গত কয়েকদিন ধরে শুটিংয়ে আসতে পারছেন না ঐন্দ্রিলা। তাই মিঠাই পরিবারই চলে এসেছে আদরের নীপাকে দেখতে।

সবথেকে কনিষ্ঠা সদস‍্য হলেও শুটিং ফ্লোর মাতিয়ে রাখেন কিন্তু ঐন্দ্রিলাই। একথা বহুবার শোনা গিয়েছে মিঠাই টিমের মুখে। তাঁর সারল‍্য, দুষ্টুমিতে এক নিমেষে মন ভাল হয়ে যায় সবার। কিন্তু বেশ কিছুদিন ধরে ঐন্দ্রিলা অনুপস্থিত থাকায় মন খারাপ সকলেরই। তাই টুক করে নীপাকে দেখতে চলে এসেছিলেন আদৃত রায়, উদয় প্রতাপ সিং ও দিয়া মুখোপাধ‍্যায়।

IMG 20220127 182449
সিদ্ধার্থ ‘দাদাভাই’, রাতুল ও শ্রীকে সঙ্গে নিয়ে ছবি তুলেছেন ঐন্দ্রিলা। তাঁর পায়ের প্লাস্টার ব‍্যান্ডেজে শুভেচ্ছা বার্তাও লিখেছেন তাঁরা। ছবিটি শেয়ার করে ঐন্দ্রিলা লিখেছেন, ‘এরা শুধুই সহ অভিনেতা নন। আমার পরিবারও বটে।’ অনুরাগীরাও প্রার্থনা করছেন, দ্রুত সুস্থ হয়ে শুটিং ফ্লোরে ফিরে আসুন ঐন্দ্রিলা।

https://www.instagram.com/oindrilasaha21/p/CZM5REov2Q6/?utm_medium=copy_link

সিরিয়ালে প্রায়ই নীপাকে বলতে শোনা যায় যে সে এখন আর ছোটটি নেই। অনেক বড় হয়ে গিয়েছে। বেশিরভাগ সময়ে রুদ্রদার চোখে নিজেকে বড় দেখাতেই এমনটা বলে থাকে নীপা। তবে সম্প্রতি মিঠাইয়ের মা মারা যাওয়ার পর পরিবারের সবথেকে ছোট সদস‍্য হয়েও বড়দের মতো মিঠাইকে সামলেছিল সে। এখনো পায়ে চোট পেয়েও ঐন্দ্রিলার হাসিমুখ বলে দিচ্ছে, শুধু পর্দায় নয় বাস্তবেও এখন আর ছোটটি নেই তিনি।

IMG 20220127 182512
কিছু না কিছু বিপদ লেগেই রয়েছে মিঠাইয়ের সেটে। এর আগে দূর্গাপুজোর শুটিংয়ের সময়ে পায়ে চোট পেয়েছিলেন মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু। সম্প্রতি খবর মেলে করোনা আক্রান্ত হয়েছেন উদয় প্রতাপ সিং ওরফে রাতুল। এখন আবার চোট পেলেন ঐন্দ্রিলা। তিনি কবে ফ্লোরে ফিরতে পারবেন তা এখনো নিশ্চিত নয়।

Niranjana Nag

সম্পর্কিত খবর