বাংলাহান্ট ডেস্ক: আদৃত রায়ের (Adrit roy) বাগানবাড়িতে রবিবারের হুল্লোড়। মিঠাই (mithai) পরিবারের প্রায় সকলের সঙ্গেই নির্ভেজাল আনন্দ, আড্ডায় মাতলেন ‘উচ্ছেবাবু’। সঙ্গী হলেন দীর্ঘদিনের প্রেমিকা সুপ্রিয়া মণ্ডলও (supriya mondal)। এদিনের হুল্লোড়ের একগুচ্ছ ছবি, ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আদৃত যেহেতু নেটমাধ্যমে তেমন সক্রিয় নন তাই মিঠাই পরিবারের সদস্যরাই শেয়ার করেছেন সমস্ত ছবি, ভিডিও।
সিরিয়ালের ‘তোর্সা’ ওরফে তন্বী লাহা রায় জানান, অনেকদিন ধরেই বারুইপুরে আদৃতের বাগানবাড়িতে যাওয়ার পরিকল্পনা হচ্ছিল তাঁদের। তাই ছুটির দিন দেখেই সকলে মিলে হুল্লোড় করা হয়েছে। খাওয়া দাওয়া, আড্ডা গানে রবিবারটা দারুন কেটেছ বলে জানান তিনি। তন্বীর শেয়ার করা ছবিতে ফ্রেমবন্দি হয়েছেন ধ্রুব সরকার, সৌরভ চট্টোপাধ্যায়, স্বাগতা বসু, লোপামুদ্রা সিনহা, বিশ্বজিৎ চক্রবর্তী এবং মিঠাই পরিবারের প্রাক্তন ‘স্যান্ডি’ অর্থাৎ বিশ্বাবসু বিশ্বাস।
সিরিয়াল ছেড়ে দিলেও তাঁদের মধ্যে বন্ধুত্বটা যে অটুট আছে তা এ থেকেই প্রমাণিত হয়। উল্লেখ্য কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল, দিতিপ্রিয়া রায়ের সঙ্গে ত্রিকোণ প্রেমে জড়িয়ে পড়েছেন আদৃত এবং বিশ্বাবসু। ফলতঃ দুই সহ অভিনেতার মধ্যে ইগোর লড়াই এবং বিশ্বাবসুর মিঠাই ত্যাগ। এই বিষয়ে বিশ্বাবসু এবং দিতাপ্রিয়া দুজনেই সাফ জানিয়েছিলেন এ নেহাতই গুজব।
https://www.instagram.com/p/CSUpEbZAJyS/?utm_medium=copy_link
https://www.instagram.com/p/CSVdn9YJAdW/?utm_medium=copy_link
কিন্তু রটনা তো থামার নয়। তাই এদিন আদৃতের কাঁধে হাত দিয়ে ছবি শেয়ার করে দুজনেই প্রমাণ দিয়ে দিলেন এমন গুজবে তাঁদের কিছুই যায় আসে না। তন্বীও জানিয়েছেন দুজনের বন্ধুত্ব আগের মতোই আছে। সুপ্রিয়াকে মিঠাই পরিবারের সদস্যদের সঙ্গে মিশে যেতে দেখে বেশ বোঝা যাচ্ছে সকলের সঙ্গেই তাঁর রসায়ন বেশ ভালই।
https://www.instagram.com/p/CSV2pr8h1IJ/?utm_medium=copy_link
https://www.instagram.com/p/CSUs2tnh-6g/?utm_medium=copy_link
https://www.instagram.com/p/CSUs4Yhh942/?utm_medium=copy_link
https://www.instagram.com/p/CSUtPLsBHS4/?utm_medium=copy_link
এদিন নিজের বাগানবাড়ির ছাদে বসে গিটার বাজিয়ে গানও গেয়েছেন আদৃত। অপরদিকে তন্বী, স্বাগতা, লোপমুদ্রা সকলের সঙ্গে নাচের তালে কোমর দোলাতে দেখা গিয়েছে সুপ্রিয়াকে। তবে মিঠাই পরিবারের সঙ্গে এদিন দেখা মেলেনি সৌমিতৃষা এবং কৌশাম্বীর।
https://www.instagram.com/p/CSUtp1ahKn_/?utm_medium=copy_link