মিঠাইয়ের সঙ্গে রিল ভিডিওতে অনীহা, বদলে রাতুলের সঙ্গে ‘আদর করে’ ভিডিও বানালেন ‘সিড’ আদৃত!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়াতে না তিনি সক্রিয় থাকেন আর না তাঁর অন‍্যদের মতো রিল ভিডিও বানানোতে আগ্রহ রয়েছে। কথা হচ্ছে সিদ্ধার্থ ওরফে আদৃত রায়ের (adrit roy) সম্পর্কে। ‘মিঠাই’ সিরিয়ালের প্রায় সকলেই রিল ভিডিও বানাতে বেশ দক্ষ। সৌমিতৃষা, তন্বী, ঐন্দ্রিলা, দিয়া, ধ্রুব সকলেই শুটের ফাঁকে টুক করে ভিডিও বানিয়ে নেন অনুরাগীদের জন‍্য।

কিন্তু আদৃতকে কিছুতেই রাজি করা যায়নি রিল ভিডিওর জন‍্য। এসব বিষয় থেকে দূরেই থাকেন তিনি। অনুরাগীদের অনেক অনুরোধেও মেলেনি তাঁর সাড়া। শেষমেষ রাতুল ওরফে উদয় প্রতাপ সিংয়ের (uday pratap singh) অনুরোধেই রাজি হলেন আদৃত। বানিয়ে ফেললেন ভিডিও। তাও আবার বেশ নাটুকে এক্সপ্রেশন দিয়ে!


ভিডিওতে দেখা যাচ্ছে, মাটিতে বসে ঠাণ্ডায় কাঁপছে রাতুল। তখনি ত্রাতা হয়ে এগিয়ে আসে সিদ্ধার্থ। নিজের ব্লেজার খুলে রাতুলের গায়ে জড়িয়ে দিয়ে তার গালটা টিপে দেয়। সিডকে দেখে তখন নায়িকাদের মতো লজ্জায় মুখ লুকিয়েছে রাতুল। এরপরেই চমক! শাহরুখ খানের স্টাইলে দু হাত ছড়িয়ে দিল সিদ্ধার্থ। আর রাতুলও হাসিমুখে জড়িয়ে ধরল সিডকে।

ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে শেয়ার করেছেন উদয়। সঙ্গে ক‍্যাপশনে লিখেছেন, ‘ঠাণ্ডার মধ‍্যেও গরমের অনুভূতি। আমার বাবা’। উল্লেখ‍্য, মজা করে একে অপরকে ‘বাবা’ বলেই ডাকেন আদৃত উদয়। ক‍্যামেরার পেছনে তাঁদের বন্ধুত্ব দেখার মতো। উদয়ের ইউটিউব চ‍্যানেলের ভিডিওতেও দেখা গিয়েছে আদৃতকে।

https://www.instagram.com/tv/CWczajFDv2S/?utm_medium=copy_link

এদিকে ভিডিওতে দুজনের এক্সপ্রেশন দেখে হেসে লুটোপুটি খাচ্ছে নেটিজেনরা। উদয়ের বান্ধবী অনামিকা মজা করে লিখেছেন, অনেকদিন ধরেই উদয়ের প্রতি সন্দেহ হয় তাঁর। আবার অনেকে অবাক হয়ে গিয়েছেন, আদৃত রিল ভিডিও করছেন! একেই হয়তো বলে বন্ধুত্ব! এই বন্ধুত্বে যেন কোনোদিন চিড় না ধরে।

সম্পর্কিত খবর

X