সিনেমার ফ্লপ নায়ক, বড়পর্দায় ধাক্কা খেয়ে ফের সিরিয়ালেই ভাগ্য পরীক্ষা আদৃতের!

বাংলাহান্ট ডেস্ক : আদৃত রায় (Adrit Roy) এখন বিনোদন জগতের অতি পরিচিত মুখ। সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করার পর সিরিয়ালে পা রাখেন তিনি। আর সেখানেই ঘোরে ভাগ্যের চাকা। ‘মিঠাই’ সিরিয়াল নতুন পরিচিতি দেয় আদৃতকে (Adrit Roy)। সেই সিরিয়াল শেষের পর আবারো বড়পর্দায় ভাগ্য পরীক্ষা করতে গিয়েছিলেন অভিনেতা। কিন্তু সাম্প্রতিক খবর বলছে, আবারো ছোটপর্দাতেই ফিরছেন আদৃত (Adrit Roy)।

আবারো সিরিয়ালেই ফিরছেন আদৃত (Adrit Roy)

গুঞ্জন বলছে, ফের সিরিয়ালেই ফেরার সিদ্ধান্ত নিয়েছেন আদৃত (Adrit Roy)। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, আগামীতে ‘পাগল প্রেমী’ ছবিতে দেখা যাবে তাঁকে। কিন্তু প্রযোজনা সংস্থার সঙ্গে কিছু জটিলতা দেখা দেওয়ায় আপাতত থমকে ছবির কাজ। আর সেই কারণেই নাকি আবার সিরিয়ালেই ফেরার চিন্তা ভাবনা করছেন আদৃত (Adrit Roy)।

আরো পড়ুন : চরম যন্ত্রণার! পরিণতি পায়নি ১ দশকের উদ্দাম প্রেম! আজও বলিপাড়ায় চর্চিত এই যুগলের ‘লাভ স্টোরি’

কোন চ্যানেলে আসছে নতুন সিরিয়াল

সূত্রের খবর বলছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার সিরিয়ালে দেখা যাবে আদৃতকে (Adrit Roy)। আবারো জি বাংলাতেই ফিরতে পারেন তিনি। যদিও সিরিয়ালের বিষয়বস্তু, নায়িকা সহ অন্যান্য কোনো তথ্যই এখনো প্রকাশ্যে আসেনি। অন্যদিকে মুখে কুলুপ এঁটেছেন আদৃত (Adrit Roy) নিজেও। তবে তাঁর টেলিভিশনে ফেরার গুঞ্জন খুশির জোয়ার এনেছে তাঁর অনুরাগী মহলে।

আরো পড়ুন : একী! Ed Sheeran’র হাতে অরিজিতের ‘ঝিলিক’ গিটার! কলকাতায় ‘আর কবে’র পর টার্গেট লন্ডন

মিঠাই থেকেই বিপুল জনপ্রিয়তা

উল্লেখ্য, বড়পর্দায় বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও তেমন সাফল্য পাননি আদৃত (Adrit Roy)। তবে তাঁকে ফেরায়নি ছোটপর্দা। ‘মিঠাই’ এর হাত ধরে আকাশছোঁয়া জনপ্রিয়তা পান তিনি। আদৃত (Adrit Roy) এবং সৌমিতৃষার জুটি আপামর বাংলার দর্শকদের ঘরের মানুষ হয়ে উঠেছিল। দীর্ঘদিন ধরে বাংলা সেরা ছিল এই ধারাবাহিক।

Adrit Roy

মিঠাই সিরিয়াল শেষ হওয়ার পর আদৃত এবং সৌমিতৃষা দুজনেই সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নেন। সৌমিতৃষা পরপর কাজ করে গেলেও আদৃতের ছবির জট কাটার কোনো লক্ষণ নেই। এই বছরই বিয়েও সেরেছেন আদৃত। মিঠাই সিরিয়াল থেকেই পেয়েছেন জীবনসঙ্গী কৌশাম্বী চক্রবর্তীকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর