ছেলের পছন্দেই আসবে বৌমা? আদৃত-কৌশাম্বীর চর্চিত সম্পর্ক নিয়ে যা বললেন মা মৌসুমী রায়

বাংলাহান্ট ডেস্ক: ‘মিঠাই’ এর উচ্ছেবাবুর কাছে যেমন নিজের পরিবার খুব গুরুত্বপূর্ণ, আদৃত রায় (Adrit Roy) বাস্তবেও কিন্তু তেমনটাই। কথায় কথায় তিনি একাধিকবার জানিয়েছেন, মা এখনো বেশ কড়া। পেশায় শিক্ষিকা, তাই ছেলেকেও শাসনে রাখেন। কিন্তু মায়ের খুব কাছের ‘জোজি’ (আদৃতের ডাক নাম)। সম্প্রতি ছেলের গানের ব‍্যান্ডের অনুষ্ঠানে এসেছিলেন বাবা মা। সেখানেই সংবাদ মাধ‍্যমের সামনে আদৃতের সমস্ত হাঁড়ির খবর ফাঁস করে দিলেন মৌসুমী রায়।

গত ২৫ জুন প্রয়াত কেকে-র উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল আদৃতের ব‍্যান্ড ‘পোস্টার বয়েজ’। সেখানে দর্শকাসনে দেখা গেল অভিনেতার বাবা মাকেও। এই প্রথম বার ছেলের ব‍্যান্ডের অনুষ্ঠানে এসেছিলেন তাঁরা।স্বাভাবিক ভাবেই এদিন সংবাদ মাধ‍্যমের ক‍্যামেরা ছেঁকে ধরেছিল দুজনকে।

adrit
ছোটবেলায় কেমন ছিল সবার প্রিয় উচ্ছেবাবু? মৌসুমী রায়ের উত্তর, প্রচণ্ড দুষ্টু। হাতে পায়ে দুষ্টু না হলেও অতিরিক্ত সাহসী ছিল আদৃত। সপ্তম শ্রেণিতে পড়ার সময়েই লুকিয়ে গাড়ি চালানো শিখে নিয়েছিল। কিন্তু পড়াশোনায় একেবারেই মন ছিল না আদৃতের। ছেলের দৌরাত্ম‍্যেই নাকি উচ্চ রক্তচাপ, সুগারের সমস‍্যা মায়ের।

এখানেই থামেননি তিনি। হাটের মাঝে হাঁড়ি ভেঙে মৌসুমী রায় জানিয়েছেন, ছেলে প্রচণ্ড সুবিধাবাদী। তাই সুযোগ আর পরিস্থিতি অনুযায়ী কখনো বাবার দিকে, কখনো মায়ের দিকে। ছোটবেলায় ভয় পেতেন বাবা মাকে, তখন মারধোরও নাকি পড়েছে পিঠে। কিন্তু এখন কাউকে ভয় পান না অভিনেতা। তবে ছেলেমানুষিগুলোও যায়নি এখনো। জন্মদিন আসলেই বাবা মায়ের কাছে উপহার চান আদৃত।

FB IMG 1657022203321
বাড়ির ছেলে এখন গোটা বাংলার দর্শকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। উচ্ছেবাবু নামে এক ডাকে সবাই চেনে আদৃতকে। ছেলের গর্বে গর্বিত মা-ও। তবে তাঁর মতে, এই সাফল‍্যটা গোটা মিঠাই টিমের প্রাপ‍্য। আদৃতের মহিলা মহলে জনপ্রিয়তা আর কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়েও প্রশ্ন রাখা হয়েছিল অভিনেতার মায়ের কাছে।

তবে তিনি স্পষ্টই বলেন, কথাতেই আছে জন্ম, মৃত‍্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে। কী হবে সেটা কপালেই লেখা থাকে। মহিলাদের মাঝে ছেলে যে খুব জনপ্রিয় সেটা জানেন মৌসুমী দেবীও। তবে সেটা নিয়ে বেশি মাথা ঘামান না তিনি। ছেলেকে স্পেস দেওয়াও যে দরকার।

Niranjana Nag

সম্পর্কিত খবর