কৌশাম্বীর সঙ্গে সম্পর্কটা ঠিক কী? ‘দিদিয়া’র সঙ্গে প্রেমের গুঞ্জনের অবসান ঘটালেন আদৃত

বাংলাহান্ট ডেস্ক: আদৃত রায় (Adrit Roy), এই নামটা নিয়েই গত এক বছর ধরে তোলপাড় দর্শক মহল। ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের দৌলতে অন‍্য উচ্চতায় উঠেছে অভিনেতার জনপ্রিয়তা। উচ্ছেবাবুকেও মিষ্টি লাগছে সবার। তবে জনপ্রিয়তার সঙ্গে যে পারিপার্শ্বিক কিছু সমস‍্যাও এসে জোটে সেটাও বিলক্ষণ বুঝতে পারছেন সিদ্ধার্থ।

গত কয়েক মাস ধরে আদৃতের ব‍্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া অব‍্যাহত। তিনি কার সঙ্গে প্রেম করছেন না করছেন তা জানতে উদগ্রীব মহিলা মহল। প্রথমে ‘রাণীমা’ ওরফে দিতিপ্রিয়া রায়ের সঙ্গে তাঁর সম্পর্কে জড়ানোর গুঞ্জন ছড়িয়েছিল। মাঝে টেনে আনা হয়েছিল বিশ্বাবসু বিশ্বাসকেও। পরে বিশ্বাবসু ও আদৃত দুজনেই ধোঁয়াশা কাটিয়ে জানান সবটাই গুজব।

FB IMG 1651226724004
তারপর শোরগোল পড়ে আদৃতের বিয়ে ভাঙার খবরে। শোনা গিয়েছিল, গত বছরের শেষেই নাকি দীর্ঘদিনের প্রেমিকা সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা‌। কিন্তু বাস্তবে দেখা যায় অন‍্য একজনের সঙ্গে বাগদান সেরে নিয়েছেন সুপ্রিয়া। এতশত গুঞ্জনের মাঝেও আদৃত নিজে কিন্তু কখনোই দাবি করেননি যে তিনি সম্পর্কে আছেন বা বিয়ে করতে চলেছেন।

এরপর তাঁর নাম জড়ায় অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর (Koushambi Chakraborty) সঙ্গে। মিঠাই সিরিয়ালে আদৃতের তুতো দিদি নন্দার ভূমিকায় অভিনয় করেন তিনি। মিঠাইতে কাজ করতে করতেই নাকি দুজনের আলাপ ও তারপর প্রেম। বিষয়টা নিয়ে আদৃত স্পষ্ট বলেছিলেন, তিনি ও কৌশাম্বী খুবই ভাল বন্ধু। সেটাকে প্রেম বলে দাগিয়ে না দেওয়াই ভাল।

FB IMG 1651226894979
কিন্তু কানাঘুঁষো থামেনি। এমনকি দর্শকদের অনেকে অভিযোগ করেছিলেন, এই সম্পর্ক মেনে নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তাই তারা আর মিঠাই দেখবেন না। এরপরেই সোশ‍্যাল মিডিয়ায় মুখ খুললেন আদৃত। কৌশাম্বীর সঙ্গে একটি ছবি শেয়ার করে সমস্ত গুঞ্জনের অবসান ঘটিয়েছেন তিনি।

আদৃত লিখেছেন, ‘দুজন মানুষ যারা অন‍্যের জীবন নিয়ে মন্তব‍্য করে না বা নাক গলায় না। মানুষের কাজ কথা বলা, আমাদের কাজ বিন্দাস থাকা। আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে।’ আদৃত আরো লিখেছেন, অনেকেই বলেছিল যে তাঁর শুভাকাঙ্খীরা তাঁর পাশে থাকবে না। কিন্তু সবাইকে পাশে পেয়েছেন তিনি।

কমেন্টে অনেকে বলেছেন, মিষ্টি মুখে ঝামা ঘষে দিয়েছেন আদৃত। অনেকে আবার আরেকটি প্রশ্নের উত্তর উদ্ধার করতে ব‍্যস্ত। কিছুদিন আগে একটি চশমার ছবি শেয়ার করে আদৃত লিখেছিলেন, বেস্ট ফ্রেন্ডের দেওয়া উপহার। নেটনাগরিকদের প্রশ্ন, চশমাটা কি কৌশাম্বীই উপহার দিয়েছিলেন? নিন্দুকরা অবশ‍্য এখনো কটাক্ষ করছেন, কৌশাম্বীকে পাশে নিয়ে নিজেদের সম্পর্ককেই এক রকম মান‍্যতা দিয়েছেন আদৃত। এমনকি সুপ্রিয়ার সঙ্গে প্রেমটাও নাকি ভেঙেছে কৌশাম্বীর কারণেই!

Niranjana Nag

সম্পর্কিত খবর