প্রেম করছেন, বিয়েও করবেন! পাত্রী কে? মুখ খুললেন ‘বং ক্রাশ’ আদৃত

বাংলাহান্ট ডেস্ক: বাংলার বহু রমণীর ‘ক্রাশ’ তিনি। উচ্ছেও যে ভালবাসার জিনিস হতে পারে সেটা প্রথম বুঝিয়ে দিয়েছেন আদৃত রায় (Adrit Roy)। প্রথম সিরিয়ালই তাঁর সুপার ডুপার হিট। বড়পর্দা যে সাফল্য দিতে পারেনি, ছোটপর্দা তাঁকে সেই কাঙ্খিত সফলতা এনে দিয়েছে। মিঠাই মানেই উচ্ছেবাবুও বটে। আর এই সিরিয়ালই জনপ্রিয়তা বহুগুণে বাড়িয়ে দিয়েছে সিড ওরফে আদৃতের।

প্রিয় অভিনেতার পেশাগত জীবনটা সবার চোখের সামনে থাকলেও ব্যক্তিগত জীবনটা থাকে ক্যামেরার বাইরেই। উপরন্তু আদৃত সোশ্যাল মিডিয়ায় সক্রিয় না হওয়ায় তাঁর সম্পর্কে জানা আরোই কঠিন। তবুও গুঞ্জন চাপা থাকেনি। সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে ভাঙনের পর অনস্ক্রিন ‘দিদিয়া’ অর্থাৎ কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে তাঁর নতুন চর্চিত সম্পর্কের খবর আড়াল করা যায়নি।

আদৃত রায়,বিয়ে,সম্পর্ক,কৌশাম্বী চক্রবর্তী,সৌমিতৃষা কুণ্ডু,অভিনেতা,মিঠাই,adrit roy,kaushambi chakraborty,soumitrisha kundu,mithai,actor,marriage,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

আদৃত নিজেই কৌশাম্বীর সঙ্গে একটি ছবি শেয়ার করে তাঁকে নিজের ‘বেস্ট ফ্রেন্ড’ বলে দাবি করেছিলেন, যাতে সন্দেহ কমার বদলে আরো বেড়ে যায়। অনেকে এর মধ্যে টেনে আনেন মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডুকে। যদিও সেসব বিতর্ক এখন অনেকটাই ধামাচাপা পড়েছে। উপরন্তু সম্প্রতি আদৃত নিজেই স্বীকার করেছেন যে তিনি প্রেম করছেন।

এবার বিয়ে নিয়েও মুখ খুললেন আদৃত। অতি সম্প্রতি বিয়ের কথা ঘোষণা করেছেন মিঠাই অভিনেতা রাতুল ওরফে উদয় প্রতাপ সিং। এবার প্রিয় বন্ধুর পাশে বসে নিজের বিয়ের পরিকল্পনাও জানালেন আদৃত। এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিয়ের পরিকল্পনা ক্রমশ প্রকাশ্য। সময়ের সঙ্গে সঙ্গে তিনিও নিশ্চয়ই জানাবেন। উদয়ের যেমন মনে হয়েছে এটাই বিয়ের কথা জানানোর উপযুক্ত সময়, তেমনি তিনিও সঠিক সময়ে জানাবেন।

adrit roy

পাত্রীর নাম অবশ্য এবারেও জানাননি আদৃত। তবে তাঁর আভাসে ইঙ্গিতে নেটিজেনরা নিশ্চিত, কৌশাম্বীর সঙ্গেই প্রেম করছেন তিনি। যদিও বিষয়টা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি কেউই। সেই অপেক্ষাতেই রয়েছেন আদৃত ভক্তরা।