আদৃতকে টেক্কা দিয়ে এগোলেন ‘রায়ান’ উদয়, সৌমিতৃষার অভাবে জনপ্রিয়তা হাওয়া ‘উচ্ছেবাবু’র?

বাংলাহান্ট ডেস্ক : একসময় দুজনে ছিলেন একই সিরিয়ালে সহ অভিনেতা। কিন্তু বর্তমানে দুজনে পরস্পরের প্রতিদ্বন্দ্বী। বাস্তবে যতই গভীর বন্ধুত্ব হোক না কেন, টিআরপির খেলায় ওঠাপড়া তো আছেই। আর সেই খেলাতেই আদৃত রায়কে (Adrit Roy) টেক্কা দিয়ে এগিয়ে গেলেন উদয় প্রতাপ সিং।

উদয়ের থেকে পিছিয়ে পড়ল আদৃতের (Adrit Roy) মেগা

দুজনেই বর্তমানে অভিনয় করছেন জি বাংলার দুটি ভিন্ন সিরিয়ালে। ‘পরিণীতা’ ধারাবাহিকের নায়কের ভূমিকায় রয়েছেন উদয়। অন্যদিকে ‘মিত্তির বাড়ি’ দিয়ে কামব্যাক করেছেন আদৃত (Adrit Roy)। একসময় ‘উচ্ছেবাবু’র ক্রেজে কার্যত পাগল ছিল মহিলা মহল। কিন্তু এবারের টিআরপিই বলে দিচ্ছে, রায়ানের কাছে কিছুটা হলেও ফিকে পড়েছে আইনজীবী ধ্রুব।

Adrit roy serial is far behind uday pratap singh mega

অনেকটাই কম মিত্তির বাড়ির টিআরপি: চলতি সপ্তাহের টিআরপি প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার। আর সেখানেই বড় চমক। ফুলকি, জগদ্ধাত্রী সবাইকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পরিণীতা। রায়ান পারুলের রসায়ন দুর্দান্ত নম্বর তুলেছে। সিরিয়ালের ঝুলিতে উঠেছে ৭.৮। অন্যদিকে প্রথম থেকেই বেশ পিছিয়ে রয়েছে মিত্তির বাড়ি। নায়িকা পারিজাতকে সৌমিতৃষার সঙ্গে তুলনা করার থেকে দুজনের রসায়ন যে এখনো দর্শকদের মনে ছাপ ফেলতে পারেনি, তা বোঝা যাচ্ছে সিরিয়ালের ৫.৬ টিআরপি থেকেই।

আরো পড়ুন : দীর্ঘ ১৫ বছর পর ফিরছে বেহুলা-লখিন্দর জুটি! আবেগঘন দর্শকরা, কোন সিরিয়ালে?

বাস্তবে ভালো বন্ধু দুজনে: প্রসঙ্গত, মিঠাইতে নায়ক সিডের (Adrit Roy) শ্যালকের ভূমিকায় অভিনয় করেছিলেন উদয়। সেখান থেকেই দুজনের মধ্যে বন্ধুত্বের সূত্রপাত। বাস্তবে খুবই ভালো বন্ধু দুজনে। কিন্তু পেশাগত ক্ষেত্রে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন দুজনে। আর মিত্তির বাড়ি শুরু হওয়ার পর থেকেই পরিণীতার কাছে পিছিয়েই রয়েছে এই সিরিয়াল।

আরো পড়ুন : খুঁদকুড়োর মতো TRP, সিরিয়াল বন্ধের জল্পনা তুঙ্গে, আকাশ থেকে পড়ে জি এর নায়িকা বললেন…

মিঠাইয়ের জনপ্রিয়তা নিয়ে আজো চর্চা হয় দর্শক মহলে। ওই সিরিয়ালই খ্যাতির শীর্ষে তুলেছিল আদৃতকে। কিন্তু মিত্তির বাড়ি নিয়ে প্রত্যাশা চড়া থাকলেও এখনো সেই আশা পূরণ করতে পারেনি এই ধারাবাহিক। তবে কি সৌমিতৃষার অভাবে ভাঁটা পড়ল আদৃতের জনপ্রিয়তায়? উঠতে শুরু করেছে প্রশ্ন।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর