‘বং ক্রাশ’এর জন্মদিনে ভক্তদের জন‍্য জব্বর সারপ্রাইজ! সামনে থেকেই ছুঁয়ে দেখতে পারবেন আদৃতকে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আগামীকাল, ২৫ মে এক বিশেষ দিন ‘মিঠাই’ প্রেমীদের জন‍্য। আরো পরিস্কার করে বললে আদৃত রায়ের অনুরাগীদের জন‍্য। আগামীকাল আরো এক বছর বয়স বাড়ছে বং ক্রাশের। ৩০ এ পা দেবেন এই হ‍্যান্ডসাম হিরো। আর এই বিশেষ দিনেই নিজের ‘ক্রেজি ফ‍্যান’দের জন‍্য এক বিশেষ সারপ্রাইজ এর ঘোষনা করলেন আদৃত।

মিঠাই এর উচ্ছেবাবুকে এমনিতে টিভির পর্দা ছাড়া আর খুব একটা দেখা যায় না। আর মাঝে মাঝে কোনো শো, অনুষ্ঠানে দেখা মেলে তাঁর। তিনি ইনস্টাগ্রামে নেই। সোশ‍্যাল মিডিয়া বলতে শুধু ফেসবুকে রয়েছেন আদৃত‌। সেখানেই নিজের টুকটাক ছবি, ভিডিও আর গুরুত্বপূর্ণ ঘোষনা সারেন তিনি।


তবে জন্মদিনে অনুরাগীদের জন‍্য এক জব্বর সারপ্রাইজ দিলেন আদৃত। শুধুমাত্র ফেসবুকে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে আর মন ভরাতে হবে না ভক্তদের। একেবারে সামনে থেকেই প্রিয় উচ্ছেবাবুকে শুভেচ্ছা জানাতে পারবেন, এমনকি ছুঁয়েও দেখতে পারবেন।

আজ্ঞে হ‍্যাঁ, আদৃত নিজেই এই খবর জানিয়েছেন সোশ‍্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন, ‘যারা আমাকে দেখতে আসতে চান বা শুভেচ্ছা জানাতে চান এবং তাদের অমূল‍্য উপস্থিতি দিয়ে আমাকে সম্মান জানাতে চান, তাদের জন‍্য জানাই ২৫ মে ভারতলক্ষ্মী স্টুডিওর দরজা খোলা থাকবে।’


বলা বাহুল‍্য, এমন একটি ঘোষনায় আপ্লুত নেটিজেনরা। অনেকে এমনিও প্রায়দিনই ভীড় জমান স্টুডিওর গেটে। উদ্দেশ‍্য, একবারের জন‍্য আদৃতের দেখা পাওয়া। সঙ্গে উপহারও নিয়ে আসেন তারা। আদৃত দেখাও করেন ভক্তদের সঙ্গে, সেলফি তোলেন। এমনকি তাদের গাওয়া গানের ভিডিও শেয়ারও করেছেন ফেসবুকে।


অনেকে ইতিমধ‍্যেই পরিকল্পনা করে নিয়েছেন আগামীকাল ভারতলক্ষ্মী স্টুডিওতে যাবেন বলে। বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে, সোশ‍্যাল মিডিয়ায় তো শুভেচ্ছা বন‍্যা বইবেই, পাশাপাশি স্টুডিওতেও অনুরাগীদের ভিড় উপচে পড়বে। উচ্ছেবাবুর জন্মদিন বলে কথা!

সম্পর্কিত খবর

X