কেকে কে শ্রদ্ধার্ঘ‍্য, সঙ্গীতশিল্পীর সুপারহিট গান গাওয়ার ভিডিও শেয়ার করলেন আদৃত

বাংলাহান্ট ডেস্ক: গত ৩১ মে দিনটা যেন অমঙ্গলের বার্তা নিয়ে এসেছিল কলকাতাবাসীর জন‍্য। এদিন নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষে চিরতরের জন‍্য সুরলোকে যাত্রা করেন কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে (KK)। দু সপ্তাহ হয়ে গেলেও প্রিয় গায়ককে হারানোর যন্ত্রণা ভুলে উঠতে পারছেন না অনুরাগীরা। অনেকেই গানে গানে শ্রদ্ধা জানিয়েছেন কেকে কে। এবার পালা আদৃত রায় (Adrit ) ও তাঁর পোস্টার বয়েজ এর।

সকলেই জানেন, পোস্টার বয়েজ নামে একটি ব‍্যান্ডের লিড সিঙ্গার হলেন আদৃত। প্রায়ই ব‍্যান্ডের সঙ্গে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেন তিনি। কেকের প্রয়াণের পর অনেকের মনেই প্রশ্ন জেগেছিল, আদৃত কি কোনো শ্রদ্ধার্ঘ‍্য দেবেন না গায়ককে? অনুরাগীদের প্রত‍্যাশা পূরণ করে অভিনেতা ঘোষনা করেছিলেন শ্রদ্ধার্ঘ‍্য অনুষ্ঠানের দিনক্ষণ।

IMG 20220616 013905
তার আগেই অনুশীলন করার একটি ভিডিও শেয়ার করলেন আদৃত। ব‍্যান্ডের অন‍্য সদস‍্যদের সঙ্গে বসে গানের প্র‍্যাকটিস করতে দেখা গিয়েছে তাঁকে। ‘রহেনা হ‍্যায় তেরে দিল মে’ ছবিতে কেকের গাওয়া ‘সচ কহে রাহা হ‍্যায় দিওয়ানা’ গানটি গাইতে শোনা গিয়েছে তাঁকে।

ক‍্যাপশনে আদৃত লিখেছেন, ‘কেকের মতো গান গাওয়া অসম্ভব। তাও আমরা চেষ্টা করলাম’। সঙ্গে তিনি এও জানিয়েছেন, রিহার্সালের একটি অংশের ভিডিও শেয়ার করেছেন। আদৃতের গানের এমনিতেই ভক্ত অনেক। উপরন্তু কেকের গান! নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন উচ্ছেবাবুকে।

https://www.instagram.com/tv/Ce0VBO8Bg_s/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, আগামী ২৫ জুন নিউটাউনের নজরুল তীর্থে পোস্টার বয়েজের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রয়াত কেকের গানের মাধ‍্যমে জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে শ্রদ্ধার্ঘ‍্য জানাবেন আদৃত ও তাঁর ব‍্যান্ড। সেই দিনটার জন‍্যই অপেক্ষা করে বসে রয়েছেন অনেকে। আদৃতের গান শুনতে যাবেন বলে কমেন্টও করেছেন অনুরাগীরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর