টিআরপিতে কিছুই যায় আসে না, বিয়ে-প্রেম নিয়ে খুল্লমখুল্লা ‘উচ্ছেবাবু’ আদৃত

বাংলাহান্ট ডেস্ক: গত কয়েকদিন যাবত বাংলা সিরিয়ালের পাড়ায় চর্চায় একটাই নাম, আদৃত রায় (adrit roy)। তাঁর ব‍্যক্তিগত জীবন নিয়েই এতদিন আলোচনা তুঙ্গে ছিল, এবার তাতে মিশেছে পেশাগত জীবনও। চলতি সপ্তাহেই বড় অঘটন ঘটেছে ‘মিঠাই’ এর সেটে। টিআরপি তালিকার প্রথম স্থান থেকে এক্কেবারে পাঁচে নেমে গিয়েছে বাংলা সেরা এই সিরিয়াল। কতটা টানাপোড়েনের মধ‍্যে রয়েছেন সহ অভিনেতা অভিনেত্রীরা? তাঁর নিজের মনের অবস্থাই বা কেমন?

টিভি নাইন বাংলার সঙ্গে সাক্ষাৎকারে আদৃত স্পষ্ট বলেন, টিআরপি নিয়ে তিনি মাথাই ঘামান না। বরং সেটের কেউই বিষয়টা নিয়ে খুব একটা প্রভাবিত নন। তাঁরা শুধুমাত্র ভাল অভিনয় করার চেষ্টা করেন। আর সেটাই করবেন। ‘মিঠাই’ আপাতত তাঁর একমাত্র ফোকাস, জানান পর্দার ‘উচ্ছেবাবু’।

adrit
আদৃতের ব‍্যক্তিগত জীবন নিয়েও এখন মানুষের কৌতূহল তুঙ্গে। তাঁর দীর্ঘ দশ বছরের প্রেম, বিয়ে ভাঙার খবর এখন ‘হট গসিপ’ এর মতোই বিকোচ্ছে। কিন্তু বিষয়টা কখনোই সরাসরি স্বীকার করেননি আদৃত। এবারেও অভিনেতা জানালেন, তিনি যে প্রেম করছেন এমনটা কখনোই বলেননি। বিয়ে করছেন বা বিয়ে ভেঙেছে সেটাও একবারও বলেনি।

যে যা পারছে নিজের ইচ্ছামতো লিখে দিচ্ছে, অভিযোগ উচ্ছেবাবুর। তবে তিনি এসব লেখা নিয়ে আগ্রহী নন। তাঁর বাবা মাও এসব ‘গসিপ’ নিয়ে মাথা ঘামান না। ছেলে ভাল থাকলেই খুশি অভিভাবকরা। আর আদৃতের কথায়, তিনি একদম ভাল আছেন।

সম্প্রতি সংবাদ মাধ‍্যম সূত্রে খবর মিলেছিল, নিজের অনস্ক্রিন ‘দিদিয়া’ অর্থাৎ কৌশাম্বী চক্রবর্তীর (koushambi chakraborty) সঙ্গেই নাকি নতুন করে প্রেমে জড়িয়েছেন আদৃত। মিঠাই সিরিয়ালে আদৃতের তুতো দিদি নন্দার ভূমিকায় অভিনয় করেন তিনি।

IMG 20220209 213301
পর্দায় দিদি ভাইয়ের সম্পর্ক হলেও অফস্ক্রিনে নাকি দুজনের মধ‍্যে বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে। মিঠাইতে কাজ করতে করতেই নাকি দুজনের আলাপ ও তারপর প্রেম। বিষয়টা নিয়ে আদৃত স্পষ্ট বলেন, তিনি ও কৌশাম্বী খুবই ভাল বন্ধু। সেটাকে প্রেম বলে দাগিয়ে না দেওয়াই ভাল। এর আগে দিতিপ্রিয়া রায়ের সঙ্গেও তাঁর সম্পর্কের গুঞ্জন উঠেছিল। তিনি ইচ্ছা করলে পদক্ষেপ নিতেই পারতেন। কিন্তু এসবে আমল না দেওয়াই স্থির করেছেন আদৃত।

Niranjana Nag

সম্পর্কিত খবর