‘আমার পাগলি’, কৌশাম্বীকে জাপটে ধরে জন্মদিনের আদুরে শুভেচ্ছা জানালেন আদৃত

বাংলাহান্ট ডেস্ক: টেলিপাড়ার সবথেকে চর্চিত জুটি এখন তাঁরাই। তাঁদের অফস্ক্রিন রসায়ন নিয়ে মানুষের যতটা না কৌতূহল, ততটাই সমালোচনার বহর। হ্যাঁ, কথা হচ্ছে ‘মিঠাই’ খ্যাত দিদি-ভাইয়ের জুটি কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty) এবং আদৃত রায়ের (Adrit Roy) ব্যাপারে। অনস্ক্রিনে দুজনে ভাই বোনের ভূমিকায় অভিনয় করলেও বাস্তবে বন্ধুর থেকেও অনেকটা বেশি এগিয়ে যায় তাঁদের সম্পর্ক।

যদিও কৌশাম্বীকে নিজের ‘বেস্ট ফ্রেন্ড’ বলে পরিচয় দিয়েছিলেন আদৃত। কিন্তু ক্যামেরার পেছনে তাঁদের হাবভাব, রসায়ন নজর এড়ায়নি কারোর। এ নিয়ে অবশ্য বিতর্কও কম হয়নি। আদৃত কৌশাম্বীর জুটিটা মেনে নিতে পারেননি অনেকেই। তীব্র সমালোচনা, কটুক্তির শিকার হয়েছেন অভিনেত্রী। কিন্তু নিন্দুকরা আলাদা করতে পারেনি দুজনকে।

adrit

শনিবার, ১৫ জুলাই কৌশাম্বীর জন্মদিন। মিঠাই শেষ হয়ে যাওয়ার পর দুজনের মধ্যে আকর্ষণ যেন আরো বেড়েছে। আদৃতের জন্মদিনে বিশেষ অতিথি ছিলেন অভিনেত্রী। এবার তাঁর জন্মদিনেও কৌশাম্বীকে জড়িয়ে ধরে ছবি শেয়ার করলেন আদৃত। দেখেই বোঝা যাচ্ছে অভিনেতার গানের স্টুডিওতে তোলা হয়েছে ছবিটি।

ক্যাপশনে আদৃত লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার পাগলি! অনেক অনেক আনন্দ কামনা করি তোমার জন্য। সারাক্ষণ এভাবেই হাসিখুশি থেকো’। সঙ্গে একটি লাল হৃদয়ের ইমোজিও জুড়ে দিয়েছেন আদৃত। তাঁর পরনে হলুদ পাঞ্জাবি ও সাদা পাজামা। আর পাশে বাদামি শাড়ি ও সাদা ব্লাউজে কৌশাম্বী।

মিঠাই শেষ হওয়ার পর আর শুটিং সেটে দেখা হচ্ছে না দুজনের। কৌশাম্বী ব্যস্ত ‘ফুলকি’র শুটিংয়ে। আদৃত এখনো কোনো প্রোজেক্টের ঘোষণা করেননি। তবে তাঁদের মধ্যে যে দূরত্ব আসতে পারেনি তা স্পষ্ট। এর আগে কৌশাম্বীর ছবি দেখে অনেকেই দাবি করেছিলেন, ছবিটি আদৃতের বাড়িতে তোলা।

আবার অভিনেতার জন্মদিনে নিজের মা এবং কৌশাম্বীকে জড়িয়ে ধরে ছবি তুলেছিলেন তিনি। এখনও সরাসরি ঘোষণা না করলেও তাঁরা যে প্রেমে হাবুডুবু খাচ্ছেন তা বলা বাহুল্য। কৌশাম্বী অবশ্য দিদি নাম্বার ওয়ানে গিয়ে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে তিনি নিজের মনের মানুষটাকে পেয়ে গিয়েছেন। আর সেটা কে তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর